North 24 Parganas News: দিল্লি নয়, ইন্ডিয়া গেট দেখতে আসুন সুন্দরবনে
- Published by:Pooja Basu
- hyperlocal
Last Updated:
ইন্ডিয়া গেটের সমনেই মেলা প্রঙ্গনে আসা মানুষদের ঢল ছিল বিশেষ চোখে পড়ার মত।
বসিরহাট: ইন্ডিয়া গেট এবার সুন্দরবন এলাকায়। ইন্ডিয়া গেট দেখতে হলে এবার দিল্লি নয় আসতে হবে সন্দেশখালীর গ্রামীণ মেলায়। দিল্লির ইন্ডিয়া গেটের আদলে ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে সুন্দরবন গ্রামীণ মেলায় এবারে থিম ইন্ডিয়া গেট ফুটিয়ে তোলা হয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের বীরত্বের কাহিনী। ইন্ডিয়া গেটের সমনেই মেলা প্রঙ্গনে আসা মানুষদের ঢল ছিল বিশেষ চোখে পড়ার মত।
advertisement
সুন্দরবন অঞ্চলে প্রত্যন্ত এলাকার মানুষ বাড়ির পাশে ইন্ডিয়া গেটের অবয়ব দেখতে পেয়ে খুশি। ধামসা-মাদলের তালে তালে আদিবাসী নৃত্য ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সন্দেশখালির সরবেড়িয়াতে সুন্দরবন গ্রামীণ শুভ সূচনা হলো। ৬ ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই মেলা চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
advertisement
আরও পড়ুন: স্কুল ভ্যান উল্টে গিয়ে রক্তারক্তি কাণ্ড, আহত ৫ খুদে ছাত্র! ভয়াবহ ঘটনা বেঙাইতে
এই মেলায় মূলত সুন্দরবন অঞ্চলের আদিবাসী সম্প্রদায়ের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য, পরম্পরা ও সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধনের ছোঁয়ার পাশাপাশি কয়েক'শ আতশবাজির সমাহারে এই মেলার রূপ-রস-গন্ধ পেল সুন্দরবনবাসী। মহিলা ঢাকিদের তালে তাল মিলিয়ে ঝুমুর নাচ এই মেলার বিশেষ আকর্ষণ ছিল । দশদিন ব্যাপি আয়োজিত এই মেলায় তিনশো-টি স্টল। সুন্দরবন অঞ্চলের মানুষের কাছে বছরের একটিবার মেলা গড়ে ওঠে এক মিলনক্ষেত্র হিসাবে।
advertisement
জুলফিকার মোল্যা
Location :
Kolkata,West Bengal
First Published :
February 07, 2023 4:47 PM IST