North 24 Parganas News: জবার মালা বিক্রি হল চড়া দামে! লাভবান ফুল ব্যবসায়ীরা, তবে হতাশ কৃষকরা!
- Published by:Ananya Chakraborty
- Written by:Amit Deskhmukh
Last Updated:
জবা ফুল ছাড়া শ্যামা মায়ের আরাধনাই যেন অধরা থেকে যায়। তাইতো কালীপুজোর ফুলের বাজারে সব ফুলের থেকে চাহিদা বেশি থাকে লাল জবা ফুলের। কালী মায়ের পুজোর মধ্যে জবা আবশ্যিক।
#উত্তর ২৪ পরগনা : জবা ফুল ছাড়া শ্যামা মায়ের আরাধনাই যেন অধরা থেকে যায়। তাইতো কালীপুজোর ফুলের বাজারে সব ফুলের থেকে চাহিদা বেশি থাকে লাল জবা ফুলের। কালী মায়ের পুজোর মধ্যে জবা আবশ্যিক। জবার মালা মায়ের গলায় না পরালে পুজোই সম্পূর্ণ হয় না। হাজার হাজার শ্যামাপুজোয় জবার মালার যোগান দেওয়ার জন্য কৃষকেরা এই সময় অনেক বেশি করে চাষ করে থাকেন জবা ফুলের। প্রতিবছর কালী পুজোর সময় বাজারে জবা ফুলের দাম বেশি থাকায় ভালো টাকা রোজগার করেন কৃষকরা।
আর তাই এই দিনটার জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন কৃষকরা। এবছরও কৃষকরা আশা করে ছিলেন, কালীপুজোর সময় জবা ফুলের দাম বাড়বে। এবছর দূর্গা পূজার সময় এক হাজার জবা ফুলের কুঁড়ি ৮০০ টাকা পর্যন্ত দাম পেয়েছেন কৃষকরা। কালী পুজোর সময় আরও বেশি দাম উঠবে বলেও আশা করেছিলেন কৃষকেরা। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে তেমনভাবে কৃষকদের লাভ না হলেও, আখেরে লাভবান হলেন ফুল ব্যবসায়ীরা। দুর্যোগের কারণে কম টাকায় কৃষকেরা ফুল বিক্রি করলেও, কালীপুজোর দিন ব্যবসায়ীরা ফুল বিক্রি করে দেন অনেকটাই লাভে।
advertisement
আরও পড়ুনঃ ঘূর্ণিঝড় আতঙ্কে ফিকে জেলার আলোর উৎসব! বিক্রি নেই মোমবাতির
জবা ফুলের মালার দাম কোথাও ৪০০ কোথাও ৫০০ শেষ মুহূর্তে সাড়ে ৬০০ অব্দি বিক্রি হল জেলার বিভিন্ন জায়গায়। আর তা দেখে জবা চাষিরা হতাশ হলেও লাভবান হলেন ফুল ব্যবসায়ীরা। কালী পূজো উপলক্ষে জবার মালা কিনতে ভিড় দেখা যায় বিভিন্ন ফুলের দোকান গুলিতে। চাহিদা বেশি থাকায় দামও বাড়িয়ে দেন বিক্রেতারা। লাইন দিয়ে ফুল কিনতে দেখা যায় বহু মানুষকে। নৈহাটি বারাসাত সহ জেলার বিভিন্ন প্রান্তে ১০৮ টি জবার মালা তাই বিক্রি হল চড়া দামে।
advertisement
advertisement
Rudra Narayan Roy
Location :
First Published :
October 25, 2022 7:26 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: জবার মালা বিক্রি হল চড়া দামে! লাভবান ফুল ব্যবসায়ীরা, তবে হতাশ কৃষকরা!