North 24 Parganas News: এক সময় এই শিল্প‌ই বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিল বাংলার নাম! সেই শিল্পীরাই আজ ভাতের চিন্তায় অস্থির

Last Updated:

বাংলার নাম বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন হস্তচালিত তাঁত শিল্পীরা। সে একদিন ছিল বটে! তবে সভ্যতার চাকা যে থেমে থাকে না। তা যত এগিয়ে চলেছে ততই গভীর অন্ধকারে ডুবে যাচ্ছে বাংলার তাঁত শিল্পীদের ভবিষ্যৎ

তাঁত শিল্প
তাঁত শিল্প
#উত্তর ২৪ পরগনা: তাঁত শিল্পীদের তৈরি শাড়ির দৌলাতে একসময় জগৎ জোড়া নাম করেছিল বাংলা। কিন্তু দিন গিয়েছে। এখন সেই তাঁত শিল্পীরা ঘুম থেকে উঠেই কি করে দু'মুঠো গরম ভাত জুটবে সেই চিন্তাতেই মাথা খুঁটে মরেন! তার‌ই মাঝে হাতে টানা তাঁতে তাঁরা বুনে চলেন শাড়ি।
আসলে ওরা কাজ করে। যদিও বিজ্ঞানের আধুনিকতার ছোঁয়ায় নিত্য নতুন মেশিনের সঙ্গে পাল্লা দিয়ে পেরে উঠছে না বাংলার ঐতিহ্যবাহী হস্তচালিত তাঁতশিল্প। তবুও ওরা হাল ছাড়েনি, তাই ওরা কাজ করে। যন্ত্রের দাপটে কোণঠাসা হতে হতে আর আগের মত পসার নেই।‌ উপার্জন তলানিতে গিয়ে ঠেকেছে। তবু পেটের টানে সেই পুরনো তাঁতকেই আঁকড়ে ধরে আছেন বসিরহাটের দালাল পাড়ার তিন নম্বর কলোনির বাসিন্দারা।
advertisement
এই এলাকায় গেলে এখনও তাঁত চলার খটাখট শব্দ পাওয়া যাবে। যদিও আগের মত আর কাজের বরাত নেই। কিন্তু গরিব মানুষগুলো আর করবেনটাই বা কী? এই তাঁতি কলোনিতে বসবাস করা ২০-৩০ টি পরিবার‌ই তাঁত শিল্পের উপর নির্ভরশীল। এই করেই প্রজন্মের পর প্রজন্ম তাদের তাঁদের সংসার চলে। তবে মেশিনে শাড়ি তৈরির বিষয় আরও বেড়ে যাওয়ায় হাতে টানা তাঁতের কদর যে কমেছে তা তাঁরাও বোঝেন। তার ওপর সমস্ত উপকরণের মূল্য বৃদ্ধির ধাক্কায় সত্যিই আর পেরে উঠছে না মানুষগুলো।
advertisement
advertisement
এক সময় এই হস্তচালিত তাঁত শিল্প প্রায় বন্ধের মুখে গিয়ে দাঁড়িয়েছিল। যদিও রাজ্য সরকারের সহযোগিতায় মৃত সঞ্জীবনীর মতো তা আবার জেগে উঠেছে। তবে হস্তচালিত তাঁত শিল্প বেঁচে থাকলেও তাতে যেন বড়ই প্রাণের অভাব। বসিরহাটের তাঁত শিল্পী দীনবন্ধু দেবনাথ বলেন, "আমাদের উৎপন্ন হস্তশিল্প চালিত তাঁতের কাপড়গুলি তন্তুশ্রীর মাধ্যমে কলকাতাতে চলে যায়। বর্তমানে সমস্ত জিনিসপত্রের দাম ও পরিবহণ খরচ যেভাবে বাড়ছে তাতে সব কিছুর সামলে আমাদের মুনাফা করা একপ্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এখনও যারা ঐতিহ্যের তাঁত আঁকড়ে বেঁচে আছেন সকলেই সমস্বরে জানালেন, তাঁদের দিন চলে যায়, কিন্তু পেট চলে না! সব মিলিয়ে সরকারি সহযোগিতা সত্ত্বেও ক্রমশই গহীন অন্ধকারে তলিয়ে যাচ্ছে বসিরহাটের দালাল পাড়ার তিন নম্বর কলোনির তাঁত শিল্পীদের জীবন!
advertisement
জুলফিকার মোল্লা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: এক সময় এই শিল্প‌ই বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিল বাংলার নাম! সেই শিল্পীরাই আজ ভাতের চিন্তায় অস্থির
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement