হোম /খবর /দক্ষিণবঙ্গ /
সততার নজির, টানাটানির সংসারে টাকা ভর্তি মানিব্যাগ পেয়েও ফেরালেন যুবক

North 24 Parganas News: সততার নজির, টানাটানির সংসারে টাকা ভর্তি মানিব্যাগ পেয়েও ফেরালেন যুবক

X
টাকা [object Object]

North 24 Parganas News: সকলেই আজ কুর্নিশ জানাচ্ছে হাবড়ার রনি বিশ্বাসকে। সততার নজির, দারিদ্রতার সংসারে টাকা ভর্তি মানিব্যাগ পেয়েও ফেরালেন যুবক।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

রুদ্রনারায়ণ রায়, উত্তর ২৪ পরগনা: সকলেই আজ কুর্নিশ জানাচ্ছে হাবড়ার রনি বিশ্বাসকে। সদ্য কলেজের গণ্ডি পেরিয়ে চাকরির জন্য চলছে অনুশীলন। তার মাঝে, এই যুবকেরই প্রশংসায় পঞ্চমুখ এলাকাবাসীরা। পথে পাওয়া মোটা অঙ্কের টাকা-সহ মানিব্যাগ ফিরিয়ে দিয়ে যেন এলাকার হিরো হয়ে উঠেছেন রনি। সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে যেখানে নানা সমস্যার কথা তুলে ধরা হয়, সেই জায়গায় দাঁড়িয়ে উপস্থিত বুদ্ধি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হারানো ব্যাগ ফিরিয়ে সততার নজির গড়লেন তিনি।

দুঃস্থ পরিবারের প্রতিদিন লড়াইয়ের মধ্য দিয়ে চলে জীবন। তার মাঝেও টাকা সহ হারানো ব্যাগ ফিরিয়ে দিয়ে প্রকৃত শিক্ষার পরিচয় দিলেন যুবক। চাকরির জন্য দিনরাত খেটে চলেছেন তিনি। লক্ষ্য একটাই, পরিবারের মুখে হাসি ফোটানো। জানা যায়, দুদিন আগে হাবড়ার টুনিঘাটা এলাকায় বাড়ি ফেরার পথে রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন একটি মানিব্যাগ।

 

মোটা অঙ্কের টাকা ভর্তি সেই মানিব্যাগ হাতে পেয়েই কী করবেন বুঝে উঠতে পারছিলেন না যুবক। আলোচনা করেন বন্ধুদের সঙ্গে। প্রথমে থানায় যাওয়ার চিন্তা ভাবনা করলেও, পরবর্তীতে স্থানীয় বন্ধু সীমান্তর পরামর্শে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মানিব্যাগ পাওয়ার ঘটনা জানিয়ে। মুহূর্তে ভাইরাল হয় সেই পোস্ট। মানিব্যাগের মধ্যে কোনরকম যোগাযোগের তথ্য না পাওয়ায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয় যুবক বলেই জানান।

 

সোশ্যাল মিডিয়ার পোস্ট গিয়ে পৌঁছয় হারানো মানি ব্যাগের মালিকের কাছে। এর পর ছুটে আসেন তাঁরা। জানা যায় মানিব্যাগটি একজন মহিলার।  তিনি হাবড়ায় বিশেষ প্রয়োজনে এসেছিলেন। তখনই হারিয়ে যায় ব্যাগটি। কী করবেন বুঝে উঠতে না পেরে চলে কান্নাকাটি। অবশেষে সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে ব্যাগ ফিরে পেয়ে খুশি ওই পরিবার। পাশাপাশি যুবকের এই সততার জন্যও তাঁকে কুর্নিশ জানান তাঁরা।

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Habra, Honesty