North 24 Parganas News: চড়া গরমে ফলের রসের সঙ্গে বিনামূল্যে ওয়াইফাই! কোথায় পাবেন ভ্রাম্যমাণ বিক্রেতাকে, জানুন

Last Updated:

Free Wi Fi with fruit juice: প্রখর গরমে তৃপ্তি নিতে নিতেই ব্যবহার করতে পারেন ফ্রি ওয়াইফাই। মিলবে স্বস্তি, পাবেন বিনোদনও। আধুনিক ক্যাফেটেরিয়ার যুগে ক্রেতা ধরতে অভিনব এই ব্যবস্থাকে সঙ্গী করেই আখের রস বিক্রি শুরু করলেন এক বিক্রেতা।

+
ভ্রাম্যমান

ভ্রাম্যমান রস বিক্রির গাড়ি

রুদ্রনারায়ণ রায়, উত্তর ২৪ পরগনা: প্রখর গরমে তৃপ্তি নিতে নিতেই ব্যবহার করতে পারেন ফ্রি ওয়াইফাই। মিলবে স্বস্তি, পাবেন বিনোদনও। আধুনিক ক্যাফেটেরিয়ার যুগে ক্রেতা ধরতে অভিনব এই ব্যবস্থাকে সঙ্গী করেই আখের রস বিক্রি শুরু করলেন এক বিক্রেতা। সরাসরি পৌঁছে যাচ্ছে আপনার কাছে। তাঁর তৈরি অভিনব জুস বিক্রির গাড়ি দেখেও মুগ্ধ সকলেই, কাছে যেতেই তুলে নিচ্ছেন এক এক গ্লাস আখের রস, ফলের রস। তবে আখের রসের দামটা নিচ্ছেন বিক্রেতা। বিনিময়ে তিনি দিচ্ছেন ফ্রিতে ওয়াইফাই পরিষেবা। তাই আখের রস পান করতে করতেই ফ্রিতে ওয়াইফাই পরিষেবা নিতে সবচেয়ে বেশি নজর পড়ছে ইয়ং জেনারেশনের।
সাধারণত আমরা যেখানে হাতে চালানো আখের রসের মেশিন দেখে অভ্যস্ত সেখানে ইলেকট্রনিক্স আখের রস তৈরির মেশিন তো রয়েছেই, সঙ্গে রয়েছে আরও নানা বাড়তি আকর্ষণ। ভ্রাম্যমাণ গাড়িটিতে আখের রস, ফলের জুসের পাশাপাশি বিনোদনের নানা জিনিসও স্থান পেয়েছে। আখের রস বিক্রির জন্য যেখানেই দাঁড়াচ্ছে গাড়ি, ভিড় জমছে মানুষের। বিক্রেতা যুবক সুখদেব বাছার জানান, পথচলতি মানুষজন অভিনব এই আখের রসের গাড়ির টানে আসছেন, গরম থেকে তৃপ্তি পেতে পান করছেন আখের রস। আর সঙ্গে নিচ্ছেন বিনোদনের হরেক মজা। ফ্রি ওয়াইফাই-তে আখের রস পান করতে করতেই কাটাচ্ছেন সময়। পথচলতি সাধারণ মানুষের পাশাপাশি নতুন প্রজন্মের ছেলেমেয়ে নেটিজেনদের ভিড় জমছে ভ্রাম্যমাণ ওয়াইফাই ওয়ালা আখের রসের এই গাড়ির সামনে।
advertisement
advertisement
হাবড়া যশোর রোড সংলগ্ন এলাকায় এদিন দেখা গেল অভিনব এই ফলের রসের ভ্রাম্যমাণ গাড়ি। শুধু আখের রস নয় হরেক রকমের ফলের রস পাওয়া যায় এই গাড়িতে। যেখানে একটি টোটোকে রূপান্তরিত করে আধুনিক সাজে সাজিয়ে তোলা হয়েছে। তাতে করা হয়েছে চারচাকা গাড়ির অনুকরণে স্টেয়ারিং, রয়েছে ডিজিটাল স্পিড মিটার। গাড়িটিতে রয়েছে সিসিটিভি ক্যামেরা ফলে সঠিক পরিষেবা থেকে নিরাপত্তা সবেতেই দেওয়া হয়েছে জোর। গাড়িতে লাগানো ওয়াইফাই পরিষেবার সুবিধাও পাচ্ছেন ক্রেতারা। সঙ্গে মিলছে ঠান্ডা ফলের রস।
advertisement
এভাবেই ফলের রস বিক্রি করে সংসারের মুখে হাসি ফোটাচ্ছেন যুবক। তবে পরীক্ষামূলকভাবে এই ভ্রাম্যমাণ গাড়ি সফলতা পেলে, আগামী দিনে এ ধরনের আরও ফলের রসের গাড়ি নিয়ে আসার পরিকল্পনা রয়েছে বলেও জানা গিয়েছে। সোশ্যাল মিডিয়ার দৌলতে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে এই ভ্রাম্যমাণ ফ্রি ওয়াইফাইওয়ালা এই ফলের রসের গাড়ির কথা।
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: চড়া গরমে ফলের রসের সঙ্গে বিনামূল্যে ওয়াইফাই! কোথায় পাবেন ভ্রাম্যমাণ বিক্রেতাকে, জানুন
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement