North 24 Parganas News- পড়াশোনা না করায় বকুনি, অভিমানে ঘর ছাড়লো চতুর্থ শ্রেণির ছাত্র

Last Updated:

রাতে উদ্ধার অন্য থানা এলাকা থেকে

+
উদ্ধারের

উদ্ধারের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় চতুর্থ শ্রেণীর ছাত্র কে

#উত্তর ২৪ পরগনা: পড়তে বলায়, বাড়ি থেকে বেড়িয়ে আসা এক চতুর্থ শ্রেণির পড়ুয়াকে রাস্তা থেকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল গাইঘাটা থানার পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়ির ছোট ছেলে পড়া শুনায় অমনোযোগী। পড়তে না বসায়, একটু বকা দেওয়ায় ব্যাগ গুটিয়ে বেড়িয়ে আসে ওই পড়ুয়া। কাজ থেকে তাঁর বাবা গোপাল বিশ্বাস বাড়িতে ফিরে ছেলেকে দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু কোথাও খুঁজে পায় না। পরবর্তী রাতে গাইঘাটা থানা থেকে তাদের বাড়িতে খবর যায় তাদের ছেলেকে রাস্তা থেকে উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে পরিবারের লোক থানায় আসলে ওই পড়ুয়াকে পরিবারের হাতে তুলে দেয় গাইঘাটা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন গাইঘাটা থানার কুলপুকুর এলাকায় এই পড়ুয়াকে একা ঘুরতে থেকে সন্দেহ হয় কর্তব্যরত পুলিশ কর্মীদের। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, ছেলেটির বাড়ি হাবড়া থানার কাশিপুর এলাকায়। সে বাড়ি থেকে রাগ করে বেরিয়ে এসেছে। বাড়ির ছোট ছেলে কে খুঁজে দেওয়ার জন্য পুলিশকে ধন্যবাদ জানালেন তার বাবা গোপাল বিশ্বাস। পরিবারের সদস্যরা জানান, ছোট থেকেই বড় অভিমানী, চতুর্থ শ্রেণির এই পড়ুয়া। তবে কান্নাকাটি খুব একটা করে না। রাগ হলে নিজের মধ্যেই চেপে রাখে সে, এমনটাই দাবি পরিবারের। এদিনও নিতান্তই রাগ করে বেরিয়ে যায় সে। পুলিশের তৎপরতায় সে পরিবারে ফিরে আসে।
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News- পড়াশোনা না করায় বকুনি, অভিমানে ঘর ছাড়লো চতুর্থ শ্রেণির ছাত্র
Next Article
advertisement
Primary Recruitment Case: রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি! এবার কী হবে চন্দ্রনাথের?
রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

  • ইডির দাবি, চন্দ্রনাথ সিনহার মাধ‍্যমেই এই দুর্নীতিতে এসেছে ১২ কোটি ৭২ লক্ষ

  • তাপস-কুন্তল-শান্তনু এই ত্রয়ীর চক্রে জড়িত ছিলেন চন্দ্রনাথ সিনহা, দাবি ইডির

VIEW MORE
advertisement
advertisement