North 24 Parganas News: চার বন্ধুর মানবিকতার নিদর্শন! বাড়ি খুঁজে পরিবারের হাতে তুলে দিলেন মানসিক ভারসাম্যহীন ভবঘুরে মহিলাকে

Last Updated:

শেষ পর্যন্ত বাড়ি ফিরে যেতে পারেন মানসিক ভারসাম্যহীন ওই মহিলা। গোটা ঘটনায় ওই চার বন্ধুকে কৃতিত্ব দিচ্ছে এলাকাবাসী।

+
title=

উত্তর ২৪ পরগনা: নাম নেই, পরিচয় নেই। অচেনা অজানা পথে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছেন এক মধ্যবয়স্ক মহিলা! গত কয়েক দিন ধরেই স্বরূপনগরের বিভিন্ন গ্রামে তাঁকে ঘুরে বেড়াতে দেখা যায়। ঘটনাটি নজরে পরে এলাকার চার যুবকের। কে তিনি? কোথ থেকে এসেছেন? পথচারী ও এলাকার অনেকেই ওই মহিলার সঙ্গে কথা বলে নাম-পরিচয় জানার চেষ্টা করেন। কিন্তু কিছুই বলতে চাইতেন না। মাঝে মাঝে অন্য ভাষায় বিড়বিড় করে কী যে বলতেন সেটা এখানকার গ্রামের লোকজন আবার বুঝতো না।
প্রতিদিনের মতো রাস্তায় থাকা মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের খাবার দিতে বেরিয়েছিলেন উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের চার যুবক। যারা একে অপরের ঘনিষ্ঠ বন্ধু। এভাবেই খাবার দিতে দিতে তাঁরা পৌঁছে যান স্বরূপনগর দাসপাড়ায়। হঠাৎই দেখতে পান, অচেনা এক মহিলা রাস্তার ধারে বসে আছেন। তাঁকে খাবার দেওয়ার সময় নাম পরিচয় জানার চেষ্টা করে ওই যুবকরা। তিনি উত্তরে কিছু একটা বলেন। কিন্তু সেই ভাষা বুঝতে পারে না এই যুবকরা। তবে তাঁরা হাল ছাড়েননি। ওই মহিলার পরিচয় জানার চেষ্টা করতে থাকেন। অবশেষে তাঁর কথা থেকে বুঝতে পারেন বাড়ি গাইঘাটায়। তবে এটুকুই, পূর্ণাঙ্গ ঠিকানা জানাতে পারেননি তিনি।
advertisement
advertisement
এরপর ওই যুবকরা গাইঘাটার একটি ক্লাবের সঙ্গে করেন। সেখান থেকেই ওই ভবঘুরে মহিলার পরিবারের খোঁজ পাওয়া যায়। তাঁদের সঙ্গে মোবাইলে যোগাযোগ‌ও করেন। এই যোগাযোগের ভিত্তিতেই শেষ পর্যন্ত বাড়ি ফিরে যেতে পারেন মানসিক ভারসাম্যহীন ওই মহিলা। গোটা ঘটনায় ওই চার বন্ধুকে কৃতিত্ব দিচ্ছে এলাকাবাসী।
জুলফিকার মোল্লা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: চার বন্ধুর মানবিকতার নিদর্শন! বাড়ি খুঁজে পরিবারের হাতে তুলে দিলেন মানসিক ভারসাম্যহীন ভবঘুরে মহিলাকে
Next Article
advertisement
SSC: পুরনো স্কুলের চাকরি ফিরে পাবেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা! কীভাবে? বড় সিদ্ধান্ত এসএসসি-র
পুরনো স্কুলের চাকরি ফিরে পাবেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা! কীভাবে? বড় সিদ্ধান্ত এসএসসি-র
  • পুরনো স্কুল শিক্ষকতায় ফিরতে চলেছেন ‘যোগ্য’ চাকরিহারাদের একাংশ। আগামী ১ নভেম্বর থেকে তাঁদের নবম ও দশম শ্রেণির শিক্ষকতায় ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন।

VIEW MORE
advertisement
advertisement