North 24 Parganas: টিউশন সেরে বাড়ি ফেরার পথে গঙ্গায় স্নান করতে গিয়ে সব শেষ! তলিয়ে গেলেন দুই বন্ধু

Last Updated:

North 24 Parganas: দু’মাসের মধ্যে ভাটপাড়া জগদ্দল কাঁকিনাড়ায় গঙ্গায় ডুবে বেশ কয়েকজন স্কুল ছাত্রের মৃত্যু হল। তবুও চেতনা ফেরেনি স্কুল ছাত্রদের।

প্রাইভেট টিউশন সেরে বাড়ি ফেরার পথে গঙ্গাস্নান করতে গিয়ে ডুবে গেলেন দুই ছাত্র
প্রাইভেট টিউশন সেরে বাড়ি ফেরার পথে গঙ্গাস্নান করতে গিয়ে ডুবে গেলেন দুই ছাত্র
কাঁকিনাড়া: টিউশন সেরে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গিয়ে নিখোঁজ দুই স্কুল ছাত্র। ভাটপাড়া থানার ৯ নম্বর ওয়ার্ডের কাঁকিনাড়া গঙ্গা ঘাটের ঘটনা। নিখোঁজ দুই ছাত্রের নাম, অজিত যাদব ও আরিয়ান সাউ। এঁরা ভাটপাড়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের তারামনি পার্ক এলাকার বাসিন্দা। কাঁকিনাড়া কাঁটাপুকুর সাউ অ্যাকাডেমির দশম শ্রেণির ছাত্র।
জানা গিয়েছে, টিউশন শেষে চার বন্ধু রবিবার কাঁকিনাড়া গঙ্গা ঘাটে স্নান করতে নামেন। নদীতে স্রোত বেশি থাকায় দুই ছাত্র তলিয়ে যান। বাকি দু’জনের চিৎকারে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করেন। গঙ্গার ঘাটে তল্লাশি চালিয়েও কারও খোঁজ মেলেনি।
advertisement
advertisement
নিখোঁজ হওয়ার পর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও ডুবুরি না আসায় ক্ষুব্ধ ছাত্রদের পরিবার। নিখোঁজ পড়ুয়াদের পরিবার সূত্রে জানা গিয়েছে, ওঁরা কেউ সাঁতার জানতেন না। বাড়িতে না জানিয়েই গঙ্গায় স্নান করতে গিয়েছিলেন তাঁরা। দু’মাসের মধ্যে ভাটপাড়া জগদ্দল কাঁকিনাড়ায় গঙ্গায় ডুবে বেশ কয়েকজন স্কুল ছাত্রের মৃত্যু হল। তবুও চেতনা ফেরেনি স্কুল ছাত্রদের।
advertisement
বর্ষাকাল গঙ্গায় জলের স্রোত এমনিতেই বেশি থাকে। তার মধ্যে সাঁতার না জেনে গঙ্গা স্নান করতে নামলে বড় বিপদের আশঙ্কা থাকে। তা সত্ত্বেও কীভাবে এ সমস্ত স্কুল পড়ুয়ার জীবনে ঝুঁকি নিয়ে এভাবে গঙ্গা স্নান করতে যান, এটাই এখন বড় প্রশ্ন। নিখোঁজ দুই যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে ভাটপাড়া থানার পুলিশ। জলের তোড় না কমলে ডুবুরি নামানো সম্ভব নয় কারণ যদি দেহ ভেসে গিয়ে থাকে, তাহলে বহু দূরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবুও ভাটপাড়া থানার পুলিশ স্পিডবোর্ড দিয়ে গঙ্গায় তল্লাশি চালাচ্ছে। উদ্বিগ্ন পরিবার গঙ্গার পাড়ে দাঁড়িয়ে।
advertisement
ARUN GHOSH
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas: টিউশন সেরে বাড়ি ফেরার পথে গঙ্গায় স্নান করতে গিয়ে সব শেষ! তলিয়ে গেলেন দুই বন্ধু
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement