North 24 Parganas News: চলে গেলেন প্রাক্তন বিধায়ক প্রণব কুমার ভট্টাচার্য, হাবড়ায় শোকের ছায়া

Last Updated:

ভোর ৩:৪০ নাগাদ মৃত্যু হয় তাঁর।

#উত্তর ২৪ পরগণা: হাবড়াবাসীদের প্রিয় মানুষ প্রাক্তন সিপিএম বিধায়ক প্রণব কুমার ভট্টাচার্যের মৃত্যুতে গোটা এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।  হিজলপুকুরে তাঁর বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘদিন মার্কসবাদী কমিউনিস্ট পার্টির উত্তর ২৪ পরগণা জেলা কমিটির দায়িত্ব সামলেছেন তিনি। এদিন তাঁর মৃত্যুর খবরে গোটা এলাকা শোকস্তব্ধ হয়ে পড়ে ।
১৯৭৯ সালে প্রণব ভট্টাচার্যই ছিলেন হাবড়া পৌরসভা প্রতিষ্ঠিত বোর্ডের প্রথম উপ-পৌর প্রধান। পরবর্তী সময়ে ১৯৮৮ থেকে ৯৩ সাল পর্যন্ত হাবরার নির্বাচিত পৌরসভার প্রথম পৌর প্রধানও ছিলেন তিনিই। এর পরবর্তী সময়ে হাবড়া বিধানসভার বিধায়কের দায়িত্ব সামলেছেন ২০০৬ থেকে ২০১১ পর্যন্ত। পাশাপাশি তিনি ছিলেন শ্রী চৈতন্য কলেজের পদার্থবিদ্যা অধ্যাপক। শেষের দিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বও সামলেছেন এই কলেজে। এছাড়াও জেলার বিভিন্ন কলেজের গভর্নিং বডির সদস্যও ছিলেন প্রণব কুমার ভট্টাচার্য।
advertisement
advertisement
ভোর ৩:৪০ নাগাদ মৃত্যু হয় তাঁর। এরপরই প্রণব বাবুর ইচ্ছা অনুযায়ী, দিশা প্রভা আই ব্যাংকে তাঁর চক্ষুদান করা হয়। পরিবারের তরফ থেকে জানা যায়, প্রণব কুমার ভট্টাচার্যের দেহ তুলে দেওয়া হবে এন আর এস মেডিক্যাল কলেজের হাতে। এদিন প্রণব বাবুর মৃত্যুর খবর জানার পরই দলীয় কর্মীরা ভিড় জমাতে থাকেন তাঁর বাড়িতে। পাশাপাশি তৃণমূলের প্রাক্তন পৌরপ্রধান নিলিমেশ দাসকেও দেখা যায় প্রণব বাবুকে শ্রদ্ধা নিবেদন করতে। দলীয় সূত্রে জানা যায়, তার দেহ স্থানীয় পার্টি অফিস হয়ে, পৌরসভা ঘুরে, চৈতন্য কলেজ হয়ে জেলা সিপিএম কার্যালয়ে নিয়ে যাওয়া হবে।
advertisement
রুদ্র নারায়ণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: চলে গেলেন প্রাক্তন বিধায়ক প্রণব কুমার ভট্টাচার্য, হাবড়ায় শোকের ছায়া
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement