Russian Kebab: লোভনীয় 'রাশিয়ান কাবাব' খেতে ভোজনরসিকদের ভিড় উপচে পড়েছে ‘ভাজাভুজি’তে

Last Updated:

Russian Kebab: ভিড় সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। জানতে ইচ্ছে করছে কোথায় পাওয়া যাচ্ছে?

+
রাশিয়ান

রাশিয়ান কাবাব

রুদ্রনারায়ণ রায়, উত্তর ২৪ পরগনা: রাশিয়ান কাবাব। সোশ্যাল মিডিয়ার দৌলতে এই অভিনব খাবারের নাম এখন মানুষের মুখে মুখে। সন্ধ্যে হলেই রাশিয়ান কাবাব খেতে হুড়োহুড়ি পড়ে যাচ্ছে। ভিড় সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। জানতে ইচ্ছে করছে কোথায় পাওয়া যাচ্ছে? রাশিয়ান কাবাব। নাম শুনে মনে হতেই পারে সুদূর রাশিয়ার কোনও বিশেষ খাবার। আসলে তা নয়।
নামে বিদেশি ছোঁয়া থাকলেও স্বাদ একদম দেশি। তাও আবার পাওয়া যাচ্ছে মাত্র ১০ টাকায়। শুনে জিভে জল আসছে নিশ্চয়ই! তাহলে চলুন জেনে নেওয়া যাক কোথায় পাওয়া যাচ্ছে এমন অভিনব খাবার। উত্তর ২৪ পরগনার হাবরা স্টেশনের দু’নম্বর প্ল্যাটফর্মে ছোট্ট একটা দোকান। দোকানের নাম *‘ভাজাভুজি’। সন্ধ্যে নামলেই সেই দোকানে ভিড় উপচে পড়ছে। কারণ একটাই, রাশিয়ান কাবাব। আসলে কি এই রাশিয়ান কাবাব? রাশিয়ান কাবাব এ থাকে চিকেন, কর্ন, চিজ-সহ নানান উপাদান। চপের আকারে তৈরি করে ডুবো তেলে ভাজা হয় এই কাবাব। টমেটো সস এবং কাসুন্দির সঙ্গে পরিবেশন করা হয়। ক্রেতাদের কথায় স্বাদ অতুলনীয়। একবার মুখে দিলে বারবার খেতে ইচ্ছে করবে।
advertisement
হাবরা স্টেশনের বিখ্যাত এই রাশিয়ান কাবাব খেতে ভিড় করেন এলাকার মানুষ থেকে শুরু করে নিত্যযাত্রীরা সকলে। প্রতিদিন সন্ধে ছটায় দোকান খোলে, আটটা না বাজতে বাজতেই শেষ হয়ে যায় রাশিয়ান কাবাব। শুধুমাত্র রাশিয়ান কাবাব-ই নয়, এখানে পাওয়া যায় বেশ কিছু মুখরোচক খাবার। চিকেন স্যাটে, ফিশ ফ্রাই, চিকেন ফিঙ্গার, বাটারচিকেন-সহ নানা আইটেম। ফিশ ফ্রাই ছাড়া বাকি সব কিছুই পাওয়া যায় মাত্র ১০ টাকায়। ফিশ ফ্রাই-এর দামও অন্যান্য দোকানের তুলনায় অনেক কম। মাত্র ৪০ টাকায় পাওয়া যায় ভেটকির ফিশ ফ্রাই।
advertisement
advertisement
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ভিড় বেড়ে গিয়েছে দোকানে। অনেকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও পাচ্ছেন না পছন্দের খাবার। ভিড় সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে বিক্রেতা দম্পতিকে। এই ছোট্ট দোকানের মালিক বরানগরের এক দম্পতি। প্রতিদিন বরানগর থেকে এসে হাবরা স্টেশনে দোকান খোলেন বরানগরে সুস্মিতা এবং প্রদীপ। রাশিয়ান কাবাবের দৌলতে ফেমাস হয়ে গিয়েছেন এই দাদা বৌদি।
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Russian Kebab: লোভনীয় 'রাশিয়ান কাবাব' খেতে ভোজনরসিকদের ভিড় উপচে পড়েছে ‘ভাজাভুজি’তে
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement