North 24 Parganas News: জলপথে জুড়ে গেল ব্যারাকপুর ও হুগলি! স্বপ্নপূরণ হল এলাকাবাসীর

Last Updated:

North 24 Parganas News: গঙ্গার দুই পারের গড়ে উঠেছে বহু শিল্পাঞ্চল। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল ব্যারাকপুর ও হুগলি। সেখানকার মানুষদের যাতায়াতের সুবিধার জন্য এবার এই দুই অঞ্চলকে যুক্ত করা হল জলপথে। চালু হল নতুন ফেরি সার্ভিস।

ফেরি সার্ভিস
ফেরি সার্ভিস
উত্তর ২৪ পরগণা: গঙ্গার দুই পারের গড়ে উঠেছে বহু শিল্পাঞ্চল। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল ব্যারাকপুর ও হুগলি। সেখানকার মানুষদের যাতায়াতের সুবিধার জন্য এবার এই দুই অঞ্চলকে যুক্ত করা হল জলপথে। চালু হল নতুন ফেরি সার্ভিস। গঙ্গার এপারে ইছাপুর ও অপর পাড়ে চন্দননগর, আর এই জলপথ ব্যবহার করেই ব্যারাকপুর থেকে হুগলিতে  যাতায়াত আরও সহজ হবে। জলপথ ব্যবহার করে নিত্যদিন যাতায়াত করা যাত্রীদেরেও তাই ধারণা।
মুখ্যমন্ত্রীর উদ্বোধন করার পর  ইতিমধ্যেই চালু করা হয়েছে জলপথে এই নতুন যাত্রী পরিষেবা। এর জেরে উপকৃত হবেন জেলার কয়েক লক্ষ্য মানুষজন।
advertisement
advertisement
জানা গিয়েছে, সকাল ৯টা থেকে এই ফেরি চলাচল শুরু হবে। রাজ্যের পরিবহণ দফতরই এই ফেরি সার্ভিস পরিচালনার দায়িত্ব নিয়েছেন। জানা গিয়েছে, পরবর্তীতে স্থানীয় পৌরসভা এই ফেরি সার্ভিস চালানো যায় কিনা তা নিয়েও ভাবনা চিন্তা করবে। বহুদিন ধরেই এই এলাকার সকলের দাবি ছিল নতুন এই ফেরি সার্ভিস পরিষেবা চালু করার। লোকসভা নির্বাচনের আগে নতুন এই পরিষেবা মেলায় খুশি এলাকার মানুষজন।
advertisement
Rudra Nrayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: জলপথে জুড়ে গেল ব্যারাকপুর ও হুগলি! স্বপ্নপূরণ হল এলাকাবাসীর
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement