North 24 Parganas News: সীমান্ত এলাকায় চাইলেই মিলছে জন্মের শংসাপত্র, কীভাবে? জানলে চমকে ‌যাবেন

Last Updated:

বহু সময়ে পাচার-সহ বেআইনি অনুপ্রবেশের অভিযোগ ওঠে সীমান্ত এলাকায়।

+
সীমান্ত

সীমান্ত চলছে এই কারবার

বনগাঁ: সীমান্ত শহরে চাইলেই মিলছে সরকারি জন্মের শংসাপত্র! আর এভাবেই অতি সহজে হয়ে যাচ্ছে সরকারি পরিচয় পত্র থেকে নানা নথি। প্রশাসনের নাকের ডগায় চলছে এ হেন কারবার।
আরও খবর পড়তে ফলো করুন
advertisement
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
উত্তর ২৪ পরগনার সীমান্ত লাগোয়া শহর বনগাঁ। বনগাঁ শহর থেকে প্রায় ৫ কিলোমিটারের মধ্যে পেট্রাপোল সীমান্ত। বহু সময়ে পাচার-সহ বেআইনি অনুপ্রবেশের অভিযোগ ওঠে সীমান্ত এলাকায়। আর সেই জায়গায় দাঁড়িয়ে সীমান্ত লাগোয়া পৌরসভা বনগাঁ। সেখান থেকেই পুরসভার প্যাড, সিল নকল করে তৈরি হয়ে যাচ্ছে জাল জন্ম সংসাপত্র এমনই অভিযোগ জানালেন বনগাঁ পুরসভার পৌরপ্রধান গোপাল শেঠ। শুধু তাই নয়, পুর আধিকারিকের সইও জাল করা হচ্ছে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন বনগাঁ পৌরসভার পুরপ্রধান।
advertisement
গোপাল শেঠ জানান, তার সন্দেহ প্রথমে তৈরি হচ্ছে জাল জন্ম সংশাপত্র, তারপর সেটি ব্যবহার করে তৈরি হচ্ছে অন্যান্য জাল সরকারি পরিচয়পত্র সহ নথি। এই জাল সংশপত্র দেখিয়ে অনেকে পাসপোর্ট এরও আবেদন করেছে বলে জানিয়েছেন পৌর প্রধান। আর এই কারবার চলছে বনগাঁ আদালত চত্বরেই বলে দাবি গোপাল বাবুর। মহুরী ও আইনজীবীদের একাংশও এর সঙ্গে জড়িত আছেন বলেও অভিযোগ জানান গোপাল শেঠ। প্রসঙ্গত, ঠাকুরনগর এলাকায় দিন কয়েক আগে হানা দেয় এন.আই.এর আধিকারিকরা। সেখান থেকে এক বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করে কেন্দ্রীয় সংস্থা। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় জাল পাসপোর্ট সহ অন্যান্য জাল নথি পত্র। ধৃত ব্যক্তি মানব পাচারের সঙ্গে যুক্ত বলেও জানা যায়। এরপরই নড়ে চড়ে বসেন প্রশাসনিক কর্তারা। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ম ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধী দলগুলিও।
advertisement
বিষয়টি নিয়ে বনগাঁ বার অ্যাসোসয়েশনের সম্পাদক সমীর দাস জানান, আমরা কখনও এই বিষয়টিকে প্রশ্রয় দেবো না। যদি কোন আইনজীবী বা মহুরী এই কাজের সঙ্গে যুক্ত থাকে, তাহলে আমরা পুলিশ প্রশাসন কে বলবো তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার। তবে এভাবে সীমান্ত এলাকায় সহজেই জাল জন্মের শংসাপত্র হাতে মেলায় দেশের সুরক্ষা ব্যবস্থা নিয়েও তৈরি হচ্ছে বড় প্রশ্ন চিহ্ন এমনটাই মত সমাজ সচেতন মানুষদের।
advertisement
Rudra Nrayan Roy
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: সীমান্ত এলাকায় চাইলেই মিলছে জন্মের শংসাপত্র, কীভাবে? জানলে চমকে ‌যাবেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement