North 24 Parganas News: বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে-তে শুরু উচ্ছেদ অভিযান, পুলিশের সামনেই দেদার লুটপাটের অভিযোগ!

Last Updated:

আদালতের নির্দেশে রাস্তা সম্প্রসারণের জন্য বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে শুরু উচ্ছেদ অভিযান

+
উচ্ছেদ 

উচ্ছেদ 

উত্তর ২৪ পরগনা: বেলঘড়িয়া এক্সপ্রেস‌ওয়ে-জুড়ে বেআইনি জবরদখলকারী উচ্ছেদ অভিযান। আর এই উচ্ছেদ অভিযান চলাকালীন পুলিশের সামনেই চলল দেদার লুটপাট! এমনই অভিযোগ ব্যবসায়ীদের।
কলকাতা বিমানবন্দর সংলগ্ন বেলঘড়িয়া এক্সপ্রেস‌ওয়ে সম্প্রসারণের জন্য এই বেআইনি জবরদখলকারী উচ্ছেদ প্রয়োজনীয় হয়ে পড়েছিল। কিন্তু কবে হবে সেটা নিয়েই সংশয় ছিল। শেষ পর্যন্ত শুক্রবার শুরু হয় সেই উচ্ছেদ অভিযান।
স্থানীয় সূত্রে খবর, কলকাতা বিমানবন্দর সংলগ্ন বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের মালঞ্চ থেকে শুরু হয় এই উচ্ছেদ অভিযান। গুরুত্বপূর্ণ রাস্তার দু'ধারে বেআইনিভাবে দখল করে থাকা দোকান, ঝুপড়ি ভেঙে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে সম্প্রসারণের জন্যই এই উচ্ছেদ অভিযান বলে প্রশাসনিকভাবে জানানো হয়েছে। উচ্ছেদ প্রক্রিয়া মেটার পরই শুরু হবে রাস্তা সম্প্রসারণের কাজ। তৈরি হবে অতিরিক্ত সার্ভিস রোড।
advertisement
advertisement
দীর্ঘদিন ধরে এই রাস্তা সম্প্রসারণের প্রয়োজন থাকলেও দু'ধারের বেআইনি জবরদখলের জেরেই সম্প্রসারণ করা সম্ভব হচ্ছিল না। প্রশাসনিক সূত্রে বলা হয়েছে, আদালতের নির্দেশেই এই উচ্ছেদ প্রক্রিয়া শুরু হয়েছে। উচ্ছেদ শুরুর আগে পুলিশের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছিল বলে খবর। আগাম রাস্তার দু'দিকের জবরদখল খালি করার জন্য পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়। যদিও তাতেও জবর দখলকারীরা উঠে যায়নি বলে অভিযোগ। এদিকে উচ্ছেদের ফলে মাথায় হাত পড়েছে স্থানীয় ব্যবসায়ীদেরও। দীর্ঘদিন ধরে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের ধারে সরকারি জমি জবরদখল করে তাঁরা ব্যবসা করছিলেন। তবে পথচারীরা এই প্রশাসনিক পদক্ষেপে খুশি।
advertisement
রুদ্রনারায়ণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে-তে শুরু উচ্ছেদ অভিযান, পুলিশের সামনেই দেদার লুটপাটের অভিযোগ!
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement