North 24 Parganas News: হেরিটেজ ঘোষণা করে যশোর রোডের গাছ বাঁচানোর দাবি
- Reported by:RUDRA NARAYAN ROY
- Published by:Ananya Chakraborty
Last Updated:
যশোর রোডের দু'পাশের গাছগুলিকে হেরিটেজ ঘোষণা করে রক্ষা করুক রাজ্য সরকার, দাবি করলেন পরিবেশপ্রেমীরা
উত্তর ২৪ পরগনা: রাস্তা চওড়া করার জন্য সর্বোচ্চ আদালত যশোর রোডের দু'পাশের প্রাচীন গাছগুলি কাটার অনুমতি দিয়েছে। কিন্তু এই গাছ কাটলে পরিবেশের ভয়াবহ ক্ষতি হবে বলে অভিযোগ পরিবেশপ্রেমীদের। এই গাছগুলিকে বাঁচানোর দাবিতে এখনও আন্দোলন অব্যাহত। এই পরিস্থিতিতে যশোর রোডের দু'পাশের বিপুলসংখ্যক গাছকে হেরিটেজ ঘোষণা করে তাদের রক্ষা করার দাবি উঠল।
সুপ্রিম কোর্ট রেলের ওভারব্রিজ তৈরির জন্য উত্তর ২৪ পরগনার যশোর রোডের ৩৫৬ টি গাছ কেটে ফেলার অনুমতি দিয়েছে। এরপরই গাছ বাঁচাতে পথে নামেন পরিবেশপ্রেমীরা। তাঁরা পাশে পেয়েছেন শিল্প-সংস্কৃতি ক্ষেত্রের বহু মানুষকে। এই গাছগুলি বাঁচানোর দাবি জানিয়ে বুধবার মিছিল করে তাঁরা উত্তর ২৪ পরগনার জেলাশাসকের কাছে ডেপুটেশন জমা দেন। সেখানে দাবি জানানো হয়, যশোর রোডের গাছগুলিকে হেরিটেজ ঘোষণা করুক রাজ্য সরকার। তাহলেই এগুলি রক্ষা পাবে।
advertisement
advertisement
পরিবেশপ্রেমীরা এর পাশাপাশি যশোর রোড চওড়া করার ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা ভাবনাচিন্তা করার আর্জি জানান। এই প্রাচীন বড় বড় গাছগুলি কেটে ফেললে কলকাতা ও সংলগ্ন এলাকার পরিবেশ আরও ক্ষতিগ্রস্ত হবে বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা। এখন দেখার যশোর রোডের গাছ নিয়ে শেষ পর্যন্ত কোন পথে হাঁটে প্রশাসন।
advertisement
রুদ্রনারায়ণ রায়
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Apr 26, 2023 10:25 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: হেরিটেজ ঘোষণা করে যশোর রোডের গাছ বাঁচানোর দাবি







