North 24 Parganas News: ইঞ্জিনায়ারিং পাশ করেও জোটেনি চাকরি! ক্যাফে খুলেই সফল সৌরভ
- Reported by:RUDRA NARAYAN ROY
- hyperlocal
- Published by:Ankita Tripathi
Last Updated:
হাবরায় জনপ্রিয়তা বাড়ছে ইঞ্জিনিয়ারস ক্যাফের, মিলছে হরেক রকম খাবার
উত্তর ২৪ পরগনা: ইঞ্জিনিয়ারিং পাশ করেও জোটেনি ভাল চাকরি। তাই সময় নষ্ট না করে খুলে ফেলেছেন ক্যাফে। চাকরি না পেয়ে উচ্চশিক্ষিত যুবক যুবতীদের খাবারের দোকান নতুন নয়। কিছুদিন আগে এমএ ইংলিশ চাওয়ালী নামে চায়ের দোকান খুলে ভাইরাল হয়েছিলেন এক যুবতী। এবার সেই হাবরাতেই দেখা গেল ইঞ্জিনিয়ারস্ ক্যাফে। রঙিন আলোয় মোড়া সাজানো গোছানো ছোট্ট একটি ক্যাফেটেরিয়া। সন্ধ্যে হলেই ভিড় জমান যুবক যুবতীরা। চা-কফি থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্নাক্স আইটেম পাওয়া যায় এই ক্যাফেতে।
এই ক্যাফের মালিক সৌরভ মল্লিক। ২০১৮ সালে ইঞ্জিনিয়ারিং পাশ করার পর খুঁজেছিলেন চাকরি। ছোটখাটো একটা চাকরিও পেয়েছিলেন। কিন্তু বরাবরই তার ঝোঁক ব্যবসার প্রতি। তাই চাকরি ছেড়ে সাত আট মাস আগে এই দোকান খোলেন তিনি। নাম দেন ইঞ্জিনিয়ার্স ক্যাফে। আর এই নামের জন্যই জনপ্রিয় হয়ে উঠেছে সৌরভের ক্যাফে।
advertisement
সৌরভ জানান, প্রতিদিন ভালোই ভিড় হয়। বিক্রিও ভাল হয়। তাই আগামী দিনে অশোকনগরে আরও একটি ব্রাঞ্চ খোলার চিন্তাভাবনা রয়েছে তার। হাবরার কৈপুকুর বেকারির উল্টো দিকেই রয়েছে এই ইঞ্জিনিয়ার্স ক্যাফে। চা কফি, বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেমের পাশাপাশি বিভিন্ন ধরনের মিল্কশেক পাওয়া যায় এখানে। তবে সবচেয়ে জনপ্রিয় হল এখানকার মহব্বত শরবত। যা চেখে দেখতে এখন ভিড় করছেন অনেকেই।
advertisement
Rudra Narayan Roy
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jul 27, 2023 5:37 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: ইঞ্জিনায়ারিং পাশ করেও জোটেনি চাকরি! ক্যাফে খুলেই সফল সৌরভ








