হোম /খবর /দক্ষিণবঙ্গ /
ভাড়া কম, শহরের রাস্তায় যাত্রী পরিষেবা দিতে ছুটবে পরিবেশবান্ধব এই ক্যাব

Eco Friendly E-Cab: ভাড়া কম, শহরের রাস্তায় যাত্রী পরিষেবা দিতে ছুটবে পরিবেশবান্ধব এই ক্যাব

পরিবেশ বান্ধব ক্যাব 

পরিবেশ বান্ধব ক্যাব 

Eco Friendly E-Cab: শহরের রাস্তায় যাত্রী পরিষেবা দিতে ছুটবে পরিবেশবান্ধব এই ক্যাব

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

রুদ্র নারায়ণ রায়, উত্তর ২৪ পরগনা: শহরে যাত্রী পরিষেবা দিতে নামছে নতুন এক পরিবহণ সংস্থা। ই ক্যাব নিয়ে হাজার একটা অভিযোগ আছে। কলকাতায় যতগুলি ই-ক্যাব আছে সকলের বিরুদ্ধে যাত্রী প্রত্যাখ্যান, অতিরিক্ত ভাড়া নেওয়া সহ বিভিন্ন রকম অভাব অভিযোগ আছে। সে সব সমস্যার কথা মাথায় রেখেই শহরে এল নতুন একটি অ্যাপ ক্যাব সংস্থা যারা পরিবেশবান্ধব গাড়ি নামাল কলকাতার রাস্তায়।

স্ন্যাপ ই-ক্যাব নামক এই সংস্থার ১০০ টি গাড়ি কলকাতা শহরে দেখা যাবে শনিবার থেকে। একদিকে যেমন পরিবেশ দূষণের হাত থেকে কলকাতা শহর রক্ষা পাবে তেমনই অন্যান্য কোম্পানির থেকে এই গাড়ির যাত্রীদের ভাড়া দিতে হবে ১৫ থেকে ২০ শতাংশ কম বলে জানা গিয়েছে। যার ফলে অচিরেই এটি জনপ্রিয় হবে বলে মনে করছেন উদ্যোক্তারা।

আরও পড়ুন :  কলম না উত্তরাবলী! ১১ টি কলমের গায়ে সিলেবাস খোদাই করে পরীক্ষায় নকল ছাত্রের, ভাইরাল নিমেষে

শুক্রবার বিকালে নিউটাউনের তালকুঠির কনভেনশন সেন্টারে এটির উদ্বোধন করেন কলকাতার মেয়ের ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, ছিলেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী-সহ অন্যান্যরা। সংস্থার পক্ষে মায়াঙ্ক বৃন্দাল বলেন, " আমরা সম্পূর্ণ পরিবেশবান্ধব গাড়ি রাস্তায় নামাচ্ছি এবং যাত্রীদের পকেটের কথা মাথায় রেখে এই পরিষেবা চালু করছি।"

আরও পড়ুন :  মাঝ আকাশে বিমান, সবাই অসহায়, সেই সুযোগে বিষ উগরে দিলেন মহিলা! এমন কাণ্ড ঘটালেন যে ভিডিও নিমেষে ভাইরাল!

নতুন এই গাড়িগুলি সরবরাহ করছে টাটা মোটরস। এ জন্য টাটার সঙ্গে একটি মউ স্বাক্ষর করেছেন স্ন্যাপ-ই-ক্যাবের কর্তারা। আধিকারিকদের দাবি, গত মাসে ১০০ টি ই-যান সরবরাহ করা হয়েছে এবং আগামী মাস থেকে প্রতি মাসেই ১০০ টি করে ই-যান সরবরাহ করা হবে ৷ এ জন্য প্রায় দুই হাজার কোটি টাকা বিনিয়োগ হবে। যার দরুন কর্মসংস্থান হবে কমপক্ষে ১৫ হাজার বেকার যুবকের। উন্নত পরিষেবার পাশাপাশি স্বল্প খরচে পৌঁছে যাওয়া যাবে গন্তব্যে।

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: App Cab, Eco friendly