Duare Sarkar Camp|| পরিবেশ সচেতনতায় পরিবেশ বান্ধব দুয়ারে সরকার ক্যাম্প, সৌজন্যে অশোকনগর পুরসভা
- Published by:Shubhagata Dey
Last Updated:
Eco friendly Duare Sarkar Camp: চলছে দুয়ারে সরকারের চতুর্থ পর্যায়ের ক্যাম্প, আর সেখানেই পরিবেশ সচেতনতায় বসছে পরিবেশ বান্ধব স্টল।
#অশোকনগর: বর্জ্য পদার্থ কীভাবে পুনরায় ব্যবহার করে পরিবেশকে পরিষ্কার রাখা সম্ভব, তা সকলের কাছে তুলে ধরতে অভিনব উদ্যোগ নিল অশোকনগর কল্যাণগড় পুরসভা। চলছে দুয়ারে সরকারের চতুর্থ পর্বের কর্মসূচি। এলাকার বিভিন্ন জায়গায় নির্দিষ্ট কেন্দ্রে মানুষ নানান সমস্যা নিয়ে হাজির হচ্ছেন সমাধানের জন্য। এবার সেই দুয়ারে সরকার ক্যাম্পেই সচেতনতা বার্তা তুলে ধরতে উদ্যোগী হয় পুরসভা।
সামনেই বিশ্ব পরিবেশ দিবস, তার আগে চারপাশের পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে কিভাবে পরিকল্পনা নেওয়া যেতে পারে সাধারণ মানুষের পক্ষ থেকে, সেই বিষয়টি তুলে ধরা হয় এই দুয়ারে সরকার ক্যাম্পের নির্দিষ্ট কাউন্টার এর মাধ্যমে। অশোকনগর কল্যাণগড় পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের চতুর্থ পর্বের দুয়ারে সরকার ক্যাম্প বসেছিল শেরপুর মোড় সংলগ্ন চড়ুইভাতি অনুষ্ঠান কেন্দ্রে। রাজ্য সরকারের নানা প্রকল্পের সহায়তা কেন্দ্রের পাশাপাশি ছিল স্টেট আরবান ডিপার্টমেন্ট-এর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের মাধ্যমে পরিবেশ সচেতনতা স্টিল। সেখানেই বিভিন্ন রংয়ের বালতি ব্যবহার করে পচনশীল জিনিসকে ভাগ করে, যাতে পুনরায় বজ্য গুলোকে রিসাইকেল পদ্ধতির মাধ্যমে ব্যবহারযোগ্য করে তোলা যায় তা দুয়ারে সরকারে আসা সাধারণ নাগরিক-সহ মহিলাদের মধ্যে প্রচার করেন। সকাল থেকেই ব্যাপক সাড়া মিলেছে বলে দাবি স্টল এর দায়িত্বে থাকা কর্মী আখি সরকারের।
advertisement
আরও পড়ুন: আগ্নেয়াস্ত্র নিয়ে দোকানে দুঃসাহসিক ডাকাতি! হাড়হিম করা সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে! দেখুন...
এ দিন অশোকনগর কল্যাণগড় পুরসভার উপ পৌরপ্রধান ধীমান রায় দুয়ারে সরকার ক্যাম্পে এসে এই বিশেষ স্টলটি পর্যবেক্ষণ করেন। এর আগে কখনো দুয়ারে সরকারে এ ধরনের চিন্তাভাবনা নেওয়া হয়নি বলেই জানান তিনি। পাশাপাশি, তিনি আরও জানান এই ধরনের স্টল এ বার থেকে সব দুয়ারে সরকার ক্যাম্পেই বসানোর চিন্তাভাবনা করছে পুরসভা। বাড়ির চারপাশে পরিষ্কার রাখার এ ধরনের চিন্তাভাবনা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারলেই সুন্দর হয়ে উঠবে পরিবেশ। আর সেই বার্তাই ছড়িয়ে দিতে দুয়ারে সরকার ক্যাম্পে পরিবেশ সচেতনতার ক্যাম্প রীতিমতো দৃষ্টি আকর্ষণ করেছে অশোকনগরবাসীদের।
advertisement
advertisement
রুদ্র নারায়ন রায়
view commentsLocation :
First Published :
May 31, 2022 8:24 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Duare Sarkar Camp|| পরিবেশ সচেতনতায় পরিবেশ বান্ধব দুয়ারে সরকার ক্যাম্প, সৌজন্যে অশোকনগর পুরসভা