Durga Puja 2023: টাকিতে প্রতিমা দর্শনে বিশেষ চমক, বড় ব্যবস্থা নিল পুলিশ

Last Updated:

হেল্পলাইন নম্বর যেখানে সম্পূর্ণ বিনামূল্যে ইনকামিং ও আউটগোয়িং এর জন্য পর্যটকদের কোনো রকম পয়সা লাগবেনা। ৯৮০০২৩২৩১১ এই হেল্প লাইন নম্বরে কল করলে পৌঁছে যাবে পুলিশের নিরাপত্তা টিম।

+
টাকিতে

টাকিতে পর্যটকদের জন্য চালু পুলিশি সহায়তা কেন্দ্র 

টাকি: পুজোর প্রাক্কালে টাকির জিরো পয়েন্টে দেশ বিদেশি ভ্রমণপিপাসু মানুষের জন্য পর্যটক সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। উত্তর ২৪ পরগনার বসিরহাটে মহকুমার টাকি পুরসভার ভারত ও বাংলাদেশ সীমান্তে পর্যটকদের কাছে সুখবর বসিরহাট পুলিশ জেলা বিধায়ক ও টাকি পৌরসভার উদ্যোগে ১৫ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হল ইছামতি নদীর পাড়ে পর্যটক সহায়তা কেন্দ্র। এই দ্বিতল ভবনে থাকবে জেলা পুলিশের উচ্চপদ আধিকারিকরা। সেখানে একটি হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে।
৯৮০০২৩২৩১১ এই হেল্প লাইন নম্বরে কল করলে পৌঁছে যাবে পুলিশের নিরাপত্তা টিম। সীমান্তে পুলিশ সহায়তা কেন্দ্র না থাকার ফলে রাজ্য ছাড়িয়ে ভিন্ন রাজ্যে এমনকি বিদেশি পর্যটকরা বিভিন্ন সময়ে টাকিতে ভ্রমণ করতে এসে একাধিক সমস্যার সম্মুখীন হতে হয়। কারণ টাকি পর্যটন কেন্দ্র সীমান্তে হওয়ায় পর্যাপ্ত পরিমাণে মোবাইল নেটওয়ার্ক পরিষেবা পাওয়া যায় না।
advertisement
advertisement
উল্লেখ্য দুর্গা পুজোর সময় দেশ-বিদেশের বহু পর্যটকরা ইছামতির বুকে দুই বাংলার বিসর্জন দেখতে ভিড় জমান। সেইসব পর্যটকরা বিভিন্ন সময় আইনি সহায়তা পেতে বিলম্ব হয় পাশাপাশি হয়রানির শিকার হতে হয় তার জন্য বসিরহাট পুলিশ জেলা ও টাকি পৌরসভার উদ্যোগে তৈরি হল পুলিশের সহায়তা কেন্দ্র। এছাড়াও পর্যটকদের জন্য ভারত বাংলাদেশ সীমান্তে টাকির মুকুটের নয়া পালক জুড়তে চলেছে। খুব শীঘ্রই বনসৃজন হরিনলায় পাবে ভ্রমণ পিপাসু মানুষ।
advertisement
জুলফিকার মোল্যা
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Durga Puja 2023: টাকিতে প্রতিমা দর্শনে বিশেষ চমক, বড় ব্যবস্থা নিল পুলিশ
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement