Durga Puja 2023: টানা বৃষ্টিতে ছারখার পদ্মবন! মাথায় হাত ফুলচাষিদের, পুজোয় দাম হতে চলেছে আকাশছোঁয়া
- Reported by:RUDRA NARAYAN ROY
- hyperlocal
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Durga Puja 2023: সাম্প্রতিককালে প্রায় পনেরো দিন ধরে চলা বৃষ্টিতে ব্যাপক হারে ক্ষতি হয়েছে ফুলের
রুদ্রনারায়ণ রায়, উত্তর ২৪ পরগনা: শরতে আলোর বার্তাবহ পদ্মফুল। তবে এবছর কয়েকদিন আগে হওয়া এক নাগাড়ে বৃষ্টিতে নষ্ট হয়েছে হাজার হাজার পদ্ম। ব্যাপক পরিমাণে জল বেড়ে যাওয়ার কারণে জেলায় ক্ষতির সম্মুখীন হয়েছেন পদ্মচাষিরা। পচে গিয়েছে ফুল, ফলে দুর্গাপুজোয় ব্যাপক হারে পদ্মর চাহিদা বাড়লেও মাথায় হাত উঠেছে ফুলচাষিদের। অল্প কিছু পরিমাণে পদ্ম ফুল বাঁচানো গেলেও, তাই ফুলের বাজারে এখন একটি পদ্ম বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকায়। হিমঘরে মজুত করা ফুল কিনতে গিয়েও দামের ঠেলায় ধাক্কা খেতে হচ্ছে ক্রেতাদের। পুজোর সময় এই ফুলের দাম ২৫ থেকে ৩০ টাকা প্রতি পিস হতে পারে বলেও জানাচ্ছেন ব্যবসায়ীরা।
সাম্প্রতিককালে প্রায় পনেরো দিন ধরে চলা বৃষ্টিতে ব্যাপক হারে ক্ষতি হয়েছে ফুলের। উত্তর ২৪ পরগনা জেলায় সবচেয়ে বড় ফুলের বাজার বনগাঁ মহকুমার ঠাকুরনগরে। এখান থেকেই জেলার বিভিন্ন প্রান্তে ফুল নিয়ে যান ব্যবসায়ীরা। ঠাকুরনগর বাজারের পাইকারি ফুল বিক্রেতা তুষার মণ্ডল জানান, ‘‘এ বছর মায়ের পায়ে পদ্মের জোগান দিতে ভিন রাজ্যের চাষ হওয়া পদ্মের প্রয়োজন পড়তে পারে।’’
advertisement
বাংলার পদ্মকে বলে ডাবল সাইজ পদ্ম। আকারে বেশ বড়। ভিনরাজ্যের পদ্ম এতটা বড় নয়। শিশির পড়লেই পদ্ম পচে যায়, তাই হিমঘরে মজুত করে রাখেন পদ্মচাষিরা। দুর্গাপুজোয় বিশেষভাবে প্রয়োজন হয় এই পদ্মের। তবে এবার পদ্মের জোগানে টান পড়ার আশঙ্কা রয়েছে বলেই জানালেন ব্যবসায়ীরা।
advertisement
উত্তর ২৪ পরগনা জেলার বেশ কয়েকটি জলাশয়ে ও নয়ানজুলিতে চাষ হয় পদ্মের। সেখানকার চাষিরা জানাচ্ছেন, প্রায় ৪০ শতাংশ পদ্ম নষ্ট হয়ে গিয়েছে। তাই ক্ষতি সামলাতে এবছর ভিনরাজ্য থেকে পদ্ম আমদানি করতে হতে পারে। এ বছর পদ্মের দাম এমনিতেই চড়া। তাছাড়া সন্ধিপুজোয় মা দুর্গার পায়ে ১০৮ পদ্ম নিবেদন করতে হয়। এ বছর পদ্ম কিনতে পুজো উদ্যোক্তাদের বেশ মোটা অঙ্কের টাকা খসবে বলেই জানাচ্ছেন ফুল ব্যবসায়ীরা।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Oct 14, 2023 12:19 AM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Durga Puja 2023: টানা বৃষ্টিতে ছারখার পদ্মবন! মাথায় হাত ফুলচাষিদের, পুজোয় দাম হতে চলেছে আকাশছোঁয়া







