North 24 Parganas News: মধ্যমগ্রাম থেকে শহর তিলোত্তমায় এবার ‘আসছে ভাগাড়’, সাড়া ফেলে দিল নাট্যদল

Last Updated:

North 24 Parganas News: কলকাতা ক্রিয়েটিভ আর্ট পারফর্মসের মূল দুই কান্ডারি সৌমিতা বন্দ্যোপাধ্যায় ও কিংশুক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চলা এই নাট্যদল ইতিমধ্যেই তাঁদের বিভিন্ন উপস্থাপনার মধ্যে দিয়ে সাড়া ফেলে দিয়েছেন নাট্য জগতে।

+
মধ্যমগ্রাম

মধ্যমগ্রাম থেকে শহর তিলোত্তমায় এবার "আসছে ভাগাড়"

উত্তর ২৪ পরগনা: স্টেজের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে নোংরা আবর্জনা। প্রতিদিনের জমতে থাকা ময়লা যেন স্থান পেয়েছে ভাগাড়ের এই মঞ্চে। এমনকি রয়েছে মৃতদেহও। আর সেই ভাগাড়ের মঞ্চ থেকেই সমাজের উদ্দেশ্যে এক বার্তা ছুড়ে দিতে চাইছেন নাট্য শিল্পীরা। নাটক এক দিকে যেমন সমাজকে বিশ্লেষণ করে, ব্যাখ্যা করে, তেমনই জনচেতনাকে প্রবলভাবে প্রভাবিত করে থাকে। সমাজে প্রতি নিয়ত চারদিকে বেড়ে চলা হিংস্রতা হানাহানি লালসা প্রতিযোগিতার মধ্যে দিয়ে চললেও, ভাগাড়ের পাশ দিয়ে যাওয়ার সময় আমরা সকলেই নাকে কাপড় দিয়ে থাকি। এভাবেই সমাজের নোংরা আবর্জনাকে আমরা দেখলেও, নিজেদের মনের ময়লাকে দূর করার বার্তা নিয়ে এবার মঞ্চে হাজির মধ্যমগ্রামের কলকাতা ক্রিয়েটিভ আর্ট পারফর্মস থিয়েটার দল। আর এবার সেই ভাগাড় নিয়েই তাঁরা পাড়ি দিচ্ছেন শহর তিলোত্তমায়।
কলকাতা ক্রিয়েটিভ আর্ট পারফর্মসের মূল দুই কান্ডারি সৌমিতা বন্দ্যোপাধ্যায় ও কিংশুক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চলা এই নাট্যদল ইতিমধ্যেই তাঁদের বিভিন্ন উপস্থাপনার মধ্যে দিয়ে সাড়া ফেলে দিয়েছেন নাট্য জগতে। এবার তাদের নাটক ‘আসছে ভাগাড়’ পরিবেশিত হতে চলেছে কলকাতার গিরীশ মঞ্চে। নাটকের মঞ্চ অভিনব ভাবে সাজিয়ে, কলাকুশলীরা নাট্যকের মাধ্যমে সমাজের প্রতি তাঁদের অভিনব এই বার্তা ফুটিয়ে তুলতে চলেছেন।
advertisement
advertisement
ভাগাড়ের দুর্গন্ধতে অতিষ্ঠ হয়ে উঠলেও সমাজের হিংস্রতা মারামারি নীচ মনোভাবের জেরে আমাদের চারপাশের সমাজ যে ভাগাড়ে রূপান্তরিত হচ্ছে সেই চিত্রটাই মঞ্চে ফুটিয়ে তুলে মানুষকে বদলানোর বার্তা দিতে চলেছে এই নাট্যদল।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: মধ্যমগ্রাম থেকে শহর তিলোত্তমায় এবার ‘আসছে ভাগাড়’, সাড়া ফেলে দিল নাট্যদল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement