North 24 Parganas News- 'কোভিড পরিস্থিতিতে রাজ্যের ৮৫ টি হাসপাতাল সারা দেশকে পথ দেখিয়েছে' বারাসত হাসপাতাল পরিদর্শনে এসে মন্তব্য ডাক্তার নির্মল মাঝি-র

Last Updated:

বর্তমানে সেই ৮৫ টি হাসপাতাল বেড়ে ১৬০ টি হয়েছে এবং করোনার তৃতীয় ঢেউ এর মোকাবিলা করতে কি কি অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে তাও তুলে ধরেন এদিন।

বারাসত জেলা হাসপাতালের পরিকাঠামো পরিদর্শনে নির্মল মাঝি।
বারাসত জেলা হাসপাতালের পরিকাঠামো পরিদর্শনে নির্মল মাঝি।
রাতুল ব্যানার্জি, উত্তর ২৪ পরগনা : "কোভিড পরিস্থিতিতে রাজ্যের ৮৫ টি হাসপাতাল সারা দেশকে পথ দেখিয়েছে", বারাসত হাসপাতালে বৈঠক শেষে বেড়িয়ে জানালেন ডাক্তার নির্মল মাঝি (North 24 Parganas News)। স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ডাক্তার নির্মল মাঝি এইদিন বারাসত হাসপাতালে পরিকাঠামো পরিদর্শনে আসেন। হাসপাতাল সুপারের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে স্বাস্থ্যের পরিকাঠামোগত উন্নয়নের কথা তুলে ধরেন। তিনি বলেন, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ৮৫ টি হাসপাতালে, কোভিড পরিস্থিতিতে বিনামূল্যে প্রোটিন সমৃদ্ধ খাবার, জীবনদায়ি ওষুধ, ভেন্টিলেটর থেকে ইকমো মেশিনের সমাহার সহ বিভিন্ন পরিষেবা দিয়েছেন যা গোটা বিশ্বের কোন দেশ, রাষ্ট্র নায়ক,প্রধানমন্ত্রী দিতে পারেনি। এমনকি ভারতবর্ষের কোন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীও দিতে পারেনি।
বর্তমানে সেই ৮৫ টি হাসপাতাল বেড়ে ১৬০ টি হয়েছে এবং করোনার তৃতীয় ঢেউ এর মোকাবিলা করতে কি কি অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে তাও তুলে ধরেন তিনি (North 24 Parganas News)। বৃহস্পতিবার বারাসত হাসপাতালে, এস্টিমেট কমিটি ও স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ডাক্তার সুদীপ্ত রায় ও ডাক্তার নির্মল মাঝি পরিদর্শনে আসেন। জেলার হাসপাতাল ও মেডিকেল কলেজের পরিকাঠামোগত উন্নয়ন পরিদর্শন করেন তারা।পরিকাঠামো উন্নয়ন ও পরিষেবার সরজমিন ক্ষতিয়ে দেখেন তারা।
advertisement
এইদিন তারা হাসপাতাল পরিদর্শন করে সুপার সুব্রত মন্ডল এর সাথে বৈঠকে বসেন। এস্টিমেট কমিটি ও স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ডাক্তার সুদীপ্ত রায় ও ডাক্তার নির্মল মাঝি ছাড়াও উপস্থিত ছিলেন আমডাঙ্গার বিধায়ক রাফিকার রহমান সহ স্বাস্থ্য বিশেষজ্ঞরা (North 24 Parganas News)। বৃহস্পতিবার স্ট্যান্ডিং কমিটির বৈঠক থেকে বেরিয়ে বারাসতের পৌর প্রতিনিধি জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে এক বছরের মধ্যে মেডিকেল কলেজ চালু করতে হবে। তিনি আরও বলেন, হাসপাতাল চত্বরে CMOH দফতর আছে, সেটা অন্য জায়গায় স্থানান্তরিত করা হবে। কারণ হাসপাতাল দফতর  CMOH দফতর থাকায়, মেডিকেল কলেজে চালু করতে অসুবিধা হচ্ছে। সেই কারণেই CMOH দফতর দু-একদিনের মধ্যে অন্যত্র স্থানান্তরিত করা হচ্ছে এবং এক বছরের মধ্যে মেডিকেল কলেজ চালু করার প্রস্তুতি নেওয়া শুরু হবে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News- 'কোভিড পরিস্থিতিতে রাজ্যের ৮৫ টি হাসপাতাল সারা দেশকে পথ দেখিয়েছে' বারাসত হাসপাতাল পরিদর্শনে এসে মন্তব্য ডাক্তার নির্মল মাঝি-র
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement