North 24 Parganas News: অ্যাডিনোর সঙ্গে যুঝতে হাসপাতালকে ২০ টি অক্সিজেন সিলিন্ডার দান হাবড়া পুরসভার

Last Updated:

হাবড়া পুরসভার পক্ষ থেকে ২০ টি অক্সিজেন সিলিন্ডার তুলে দেওয়া হয় হাসপাতালের হাতে। সুপারের পক্ষ থেকে জানানো হয়, সিজন চেঞ্জ হওয়ার জন্যই এই ধরনের জ্বর হচ্ছে। তাই হাসপাতালে ভিড় হচ্ছে। অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন হাবড়া স্টেট জেনারেল হাসপাতালের সুপার বিবেকানন্দ বিশ্বাস।

+
হাসপাতালে

হাসপাতালে জরুরী বৈঠক

উত্তর ২৪ পরগনা: রাজ্যজুড়ে বাড়ছে অ্যাডিনো ভাইরাসের দাপট। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যা। উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন হাসপাতালের পাশাপাশি হাবড়া স্টেট জেনারেল হাসপাতালের শিশু বহিঃবিভাগেও দেখা যাচ্ছে সন্তান কোলে মায়েদের লম্বা লাইন। বেডের থেকে ভর্তি শিশুর সংখ্যা অনেক বেশি। এই পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে বৈঠক করল হাবড়া হাসপাতাল কর্তৃপক্ষ ও হাবড়া পুরসভা।
রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশে হাবড়া হাসপাতালের সুপারের ঘরে এই বৈঠক বসে। হাবড়া পুরসভার পক্ষ থেকে ২০ টি অক্সিজেন সিলিন্ডার তুলে দেওয়া হয় হাসপাতালের হাতে। সুপারের পক্ষ থেকে জানানো হয়, সিজন চেঞ্জ হওয়ার জন্যই এই ধরনের জ্বর হচ্ছে। তাই হাসপাতালে ভিড় হচ্ছে। অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন হাবড়া স্টেট জেনারেল হাসপাতালের সুপার বিবেকানন্দ বিশ্বাস।
advertisement
advertisement
এই বৈঠক প্রসঙ্গে হাবড়া পুরসভার পুরপ্রধান নারায়ণ সাহা জানান, মন্ত্রীর নির্দেশে হাসপাতালের সাথে জরুরি বৈঠক হয়েছে। তিনিও প্যানিক ছড়াতে বারণ করেন। পরামর্শ দেন, অভিভাবকরা সন্তানের দিকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী খেয়াল রাখুন। বাড়াবাড়ি হলে বাড়িতে না রেখে সোজা হাসপাতালে নিয়ে চলে আসতে বলেন।
advertisement
রুদ্রনারায়ণ রায়
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: অ্যাডিনোর সঙ্গে যুঝতে হাসপাতালকে ২০ টি অক্সিজেন সিলিন্ডার দান হাবড়া পুরসভার
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement