North 24 Parganas: উপস্বাস্থ্য কেন্দ্রের গেট বন্ধ করে ডিজে, পিকনিক! কাঠগড়ায় স্থানীয় ক্লাব

Last Updated:

গভীর রাত পর্যন্ত চলল তারস্বরে মাইক। সাথে চটুল গান। স্বাধীনতা দিবসের অনুষ্ঠান উপলক্ষে রীতিমতো উপস্বাস্থ্য কেন্দ্রের মেনগেটে বন্ধ করে চললো পিকনিক।

উপ-স্বাস্থ্য কেন্দ্র
উপ-স্বাস্থ্য কেন্দ্র
#উত্তর ২৪ পরগনা : গভীর রাত পর্যন্ত চলল তারস্বরে মাইক। সাথে চটুল গান। স্বাধীনতা দিবসের অনুষ্ঠান উপলক্ষে রীতিমতো উপস্বাস্থ্য কেন্দ্রের মেনগেটে বন্ধ করে চললো পিকনিক। উপস্বাস্থ্য কেন্দ্রের মধ্যে এভাবে মাইক বাজিয়ে গভীর রাত পর্যন্ত গান-বাজনা সহ পিকনিকের আসর বসায় ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ধর্মপুর পঞ্চায়েত এলাকায়। স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ, নেতাজী স্পোর্টিং ক্লাবের সদস্যরা এমন ঘটনা ঘটিয়েছে। স্থানীয় সূত্রের খবর, ধর্মপুর পঞ্চায়েত এলাকার নেতাজী স্পোর্টিং ক্লাবের সদস্যরা স্বাধীনতা দিবস উপলক্ষে দুদিন আগেই উপস্বাস্থ্য কেন্দ্রের মধ্যে বাঁশের প্যান্ড্যাল বেঁধে ছিল।
 
 
advertisement
এদিন সকাল থেকে মাইক বেধে স্বাধীনতা দিবস পালন করেন। সারা দিন ধরে চলে বিভিন্ন খেলাধুলার পর্ব। এরপর গভীর রাত পর্যন্ত স্বাস্থ্যকেন্দ্রের মেন গেট বন্ধ করে গানবাজনা সহ পিকনিকের আসর বসায় ক্লাব সদস্যরা, এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দারদের। গাইঘাটার স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক সুজন গাইন বলেন, যদিও এখনো অব্দি কোন লিখিত অভিযোগ আমার কাছে আসেনি।
advertisement
 
তবে বিষয়টি শুনে, তদন্তের জন্য আমি এক মেডিক্যাল অফিসারকে জানিয়েছি। এমন ঘটনা ঘটলে থানায় অভিযোগ করার কথাও জানিয়ে দিয়েছি। গাইঘাটা বিধানসভার তৃণমূলের কনভেনার রাজ কুমার মিত্র বলেন, উপস্বাস্থ্য কেন্দ্রের মধ্যে মাইক বাজিয়ে পিকনিকের আসর বসানো উচিৎ না।
advertisement
 
তবে কে বা কারা করেছে তা আমরা দলগত ভাবে দেখছি। ক্লাব সদস্য রাজু মণ্ডল অভিযোগ অস্বীকার করে বলেন, সকালে বৃষ্টির কারণে উপস্বাস্থ্য কেন্দ্রের মধ্যে স্বাধীনতা দিবস পালন করছিল ক্লাবের সদস্যরা। সন্ধ্যার সময় এলাকার শিশুদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। মাইক বাজানো হয়নি। যদিও এই গোটা বিষয়টি নিয়ে এলাকায় রয়েছে চাপা উত্তেজনা। বিষয়টি খতিয়ে দেখার কথা জানানো হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও।
advertisement
 
 
 
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas: উপস্বাস্থ্য কেন্দ্রের গেট বন্ধ করে ডিজে, পিকনিক! কাঠগড়ায় স্থানীয় ক্লাব
Next Article
advertisement
'প্রচণ্ড ব্যথা হচ্ছিল, রাগে কামড়ে দিলাম'...উত্তরপ্রদেশে কালো গোখরো সাপের ছোবল খেয়ে পাল্টা কৃষকেরও!
'রাগে সাপটাকে কামড়ে দিলাম'...কালো গোখরোর ছোবল খেয়ে পাল্টা কৃষকেরও! উত্তরপ্রদেশে অবাক কাণ্ড
  • হারদোই জেলার পুষ্পতালি গ্রামে কৃষক পুণিতকে কালো গোখরো সাপ কামড়ালে তিনি রাগে সাপটিকে কামড়ে দেন.

  • সাপের কামড়ে প্রচণ্ড ব্যথা হলেও পুণিত সাহস হারাননি এবং সাপটিকে কামড়ে দেন, সাপটি ঘটনাস্থলেই মারা যায়.

  • পুণিতকে দ্রুত হারদোই মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়, অ্যান্টিভেনম দিয়ে চিকিৎসা করা হয় এবং তিনি সুস্থ হন.

VIEW MORE
advertisement
advertisement