North 24 Parganas News: করোনার পর ভেষজ আবিরে চাহিদা একলাফে অনেকটাই বেড়েছে

Last Updated:

করোনা পরবর্তী সময়ে বহু মানুষের শ্বাসকষ্ট জনিত নানা রকম সমস্যা দেখা যাচ্ছে। এই বিষয়ে চিকিৎসকরা জানিয়েছেন, কেমিকেল মিশ্রিত কোন‌ও রং বা আবির ত্বকে লাগলে সেই সমস্যা আরও বাড়তে পারে। সম্ভবত সেই কথা মাথায় রেখেই এবং স্বাস্থ্যের কথা ভেবেই ভেষজ রং ও আবিরের দিকে ঝুঁকছে বাংলার জনগণের একাংশ। কারণ ফুল, ফল, সবজি, গাছের পাতা থেকে তৈরি হওয়া এই ভেষজ আবির ও রং ত্বকে লাগলে বিন্দুমাত্র ক্ষতি হয় না। বরং এর কিছু ভালো গুণ আছে।

+
title=

উত্তর ২৪ পরগনা: করোনা পরবর্তী সময়ে বসন্ত উৎসব উপলক্ষে গুরুত্ব বেড়েছে ভেষজ রঙের। ফলে বাজারে চাহিদা বেড়েছে ভেষজ রং ও আবিরের। আর তাই বাজারে পুরনো কেমিকেল মিশ্রিত সস্তার রং ও আবিরের পাশাপাশি এবছর ভালোভাবেই দেখা মিলছে তুলনায় দামি ভেষজ রং ও আবিরের।
করোনা পরবর্তী সময়ে বহু মানুষের শ্বাসকষ্ট জনিত নানা রকম সমস্যা দেখা যাচ্ছে। এই বিষয়ে চিকিৎসকরা জানিয়েছেন, কেমিকেল মিশ্রিত কোন‌ও রং বা আবির ত্বকে লাগলে সেই সমস্যা আরও বাড়তে পারে। সম্ভবত সেই কথা মাথায় রেখেই এবং স্বাস্থ্যের কথা ভেবেই ভেষজ রং ও আবিরের দিকে ঝুঁকছে বাংলার জনগণের একাংশ। কারণ ফুল, ফল, সবজি, গাছের পাতা থেকে তৈরি হওয়া এই ভেষজ আবির ও রং ত্বকে লাগলে বিন্দুমাত্র ক্ষতি হয় না। বরং এর কিছু ভালো গুণ আছে।
advertisement
advertisement
উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার বিষ্ণুপুর এলাকায় গাঁদা ফুল থেকে ভেষজ আবির তৈরি হচ্ছে। যার পাইকারি বাজার দর প্রতি কেজি ৩৫০ টাকা। লাল গাঁদা, হলুদ গাঁদা ফুল থেকেই বেশি আবির তৈরি হয়। তবে রক্ত গাঁদা, চেরি গাঁদা সহ সব ধরনের গাঁদা ফুল থেকেই এই সুগন্ধি ভেষজ আবির তৈরি হয় বলেই জানাচ্ছেন ফুল চাষিরা। এছাড়াও গোলাপফুল, চন্দ্রমল্লিকা সহ নানান ফুল থেকেও আবির তৈরি হচ্ছে। গাঁদা ফুলের উৎপাদন এই এলাকায় বেশি। তাই গাঁদা থেকেই ভেষজ আবির বেশি পরিবারের তৈরি হয়।
advertisement
ভেষজ আবির প্রস্তুতকারক গোবিন্দ বিশ্বাস জানান, চাষির থেকে ফুল কিনে তা প্রথমে রোদে শুকিয়ে নেন। সেই ফুলকে বিভিন্ন উপায়ে প্রসেসিংয়ের মাধ্যমে আবির তৈরি করা হয়। এই বছর ভেষজ আবিরের চাহিদা অনেকটাই বেশি বলে জানিয়েছেন এই ব্যবসায়ী। তিনি জানান, দোকানদারদের পাশাপাশি অনেক সাধারণ মানুষ এসেও বাড়ির জন্য আবির কিনে নিয়ে যাচ্ছেন।
advertisement
রুদ্রনারায়ণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: করোনার পর ভেষজ আবিরে চাহিদা একলাফে অনেকটাই বেড়েছে
Next Article
advertisement
১ কোটি টাকার মহারানি গাউন ! ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল সোনা, রুপো এবং মূল্যবান পাথরখচিত জয়পুরের এক মাস্টারপিস
১ কোটি টাকার মহারানি গাউন ! ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল জয়পুরের এক মাস্টারপিস
  • ১ কোটি টাকার মহারানি গাউন !

  • ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল সোনা, রুপো এবং মূল্যবান পাথরখচিত

  • জয়পুরের এক মাস্টারপিস

VIEW MORE
advertisement
advertisement