North 24 Parganas News: শহরের রাস্তা থেকে হারিয়ে যেতে বসেছে আভিজাত্যের প্রতীক পায়ে টানা রিক্সা!

Last Updated:

আগের মতো আর কদর নেই তাদের। ফলে একপ্রকার অবলুপ্তি ঘটছে পায়ে টানা রিক্সার। রাস্তায় আর দেখা মেলে না সেভাবে। এককালে এই রিক্সাই ছিল আভিজাত্য প্রদর্শনের অন্যতম নিদর্শন। কিন্তু আজ যেন অতীতের সব আভিজাতই হারিয়েছে এই পায়ে টানা রিক্সা।

+
পায়ে

পায়ে টানা রিক্সা

#উত্তর ২৪ পরগনা : আগের মতো আর কদর নেই তাদের। ফলে একপ্রকার অবলুপ্তি ঘটছে পায়ে টানা রিক্সার। রাস্তায় আর দেখা মেলে না সেভাবে। এককালে এই রিক্সাই ছিল আভিজাত্য প্রদর্শনের অন্যতম নিদর্শন। কিন্তু আজ যেন অতীতের সব আভিজাতই হারিয়েছে এই পায়ে টানা রিক্সা। আর তার জায়গা নিয়েছে মোটর চালিত বা ই রিক্সা। ফলে পায়ে টানা রিক্সার পেশা বদলে আজ অনেকেই চালাচ্ছেন টোটো বা মোটর ভ্যান। শহরের নানা প্রান্তের পাশাপাশি স্টেশন চত্বরে সারিবদ্ধ ভাবে দেখা মিলতো এই রিক্সার। যা বর্তমানে হারিয়েই গিয়েছে বলা চলে।
হাতে গোনা মাত্র কয়েকটি পায়ে টানা রিক্সার দেখা মেলে হাবরার স্টেশন রোড চত্বরে। চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, শুধু টাকার জন্য নয়, প্রযুক্তির যুগে ই রিক্সার দৌরাতের মাঝেও, রীতিমতো ঐতিহ্য ধরে রাখতেই প্রবীণ এই মানুষেরা এখনও চালিয়ে যাচ্ছেন পায়ে টানা রিক্সা। এই রিক্সা চালানো যথেষ্টই কষ্টসাধ্য। পায়ের পেশী শক্তির বেশ অনেকটাই জোর লাগে চালাতে। দুজন, বা শিশুসহ তিনজনের বেশি যাত্রী বহন করা যায় না এই রিক্সায়।
advertisement
আরও পড়ুনঃ সংস্কারের প্রয়োজনে এক মাস বন্ধ থাকবে গুরুত্বপূর্ণ এই উড়ালপুল
স্টেশন চত্বরের বাইরে করুণ দৃষ্টিতে যাত্রীদের দিকে তাকিয়ে থাকলেও এখন আর আগের মত সাড়া মেলে না। দ্রুতগতির জীবনে আজ যেন সবাই ছুটছে। তাই সময় বাঁচাতে সকলেই ভরসা করছে ই রিক্সার উপর। ফলে যেন কোথাও ম্লান হয়ে গিয়েছে পায়ে টানা রিক্সার আভিজাত্য। আগে যে রিকশায় চড়লে বাবুগিরি ফলানো যেত, এখন সেই রিক্সায় উঠলে রীতিমতো খিল্লি জোটে। তাই অনেকেই এড়িয়ে চলেন এই পায়ে টানা রিক্সা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ পুরনো তালিকায় নাম থাকলেও, আবাস যোজনার নতুন তালিকায় নাম বাদ!
আর্থিক সামর্থ্য না থাকায় অনেকেই কিনতে পারছেন না এই ই-রিক্সা। তবে বহু প্রবীণ মানুষ এখনও ভরসা রাখেন এই পায়ে টানা রিক্সার উপরই। তাই সারাদিনে দু তিন শ টাকা রোজগার হয় হাবড়া স্টেশনের বাইরে দাঁড়ানো হাতে গোনা এই পায়ে টানা রিকশাচালকদের। আর এভাবেই তারা টিকিয়ে রেখেছেন ঐতিহ্যের এই তিন চাকাকে।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: শহরের রাস্তা থেকে হারিয়ে যেতে বসেছে আভিজাত্যের প্রতীক পায়ে টানা রিক্সা!
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement