North 24 Parganas News: সংস্কারের প্রয়োজনে এক মাস বন্ধ থাকবে গুরুত্বপূর্ণ এই উড়ালপুল

Last Updated:

দু'পারের যোগাযোগের গুরুত্বপূর্ণ উড়ালপুলের সংস্কারের প্রয়োজন, তাই এক মাস বন্ধ রাখা হবে বারাসতের কলোনি মোড় থেকে চাপাডালি মোড় এর মধ্যবর্তী উড়ালপুলের উপর যান চলাচল।

উড়ালপুল
উড়ালপুল
#উত্তর ২৪ পরগনা : দু'পারের যোগাযোগের গুরুত্বপূর্ণ উড়ালপুলের সংস্কারের প্রয়োজন, তাই এক মাস বন্ধ রাখা হবে বারাসতের কলোনি মোড় থেকে চাপাডালি মোড় এর মধ্যবর্তী উড়ালপুলের উপর যান চলাচল। প্রশাসনিক সূত্রে খবর, বারাসত শহরের যানজট কমাতে বাম আমলে কলোনি মোড় থেকে চাঁপাডালি মোড় পর্যন্ত ১১ নম্বর রেলগেটের উপর দিয়ে ৩৪ এবং ৩৫ নম্বর জাতীয় সড়কের সংযোগকারী এই উড়ালপুলটি তৈরি করা হয়। বর্তমানে সেই উড়ালপুলের বেশ কিছু বিয়ারিং এবং গার্ডার নষ্ট হয়ে গিয়েছে। ফলে সেগুলি অবিলম্বে বদল এবং উড়ালপুল সংস্কারের প্রয়োজন হয়ে পরেছে।
সম্প্রতি এব্যাপারে সরকার স্বীকৃত একটি সংস্থা জেলা প্রশাসনকে একটি রিপোর্টও দিয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতে উড়ালপুল সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে পূর্ত দপ্তর। ইতিমধ্যেই জেলা শাসকের উপস্থিতিতে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে একটি বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, এই উড়ালপুল দিয়ে তিনটি রুটের বাস, বহু রুটের অটো, টোটো সহ অন্যান্য যানবাহন প্রতিনিয়ত যাতায়াত করে। এক মাস ধরে উড়ালপুল দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার প্রয়োজন হবে, সে ক্ষেত্রে যানবাহনগুলিকে বিকল্প পথে চলাচলের ব্যবস্থার বিষয় নিয়ে ইতিমধ্যে ভাবনা চিন্তা শুরু করা হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ ছাত্রদের পরীক্ষা বাতিল করে অগ্নিকাণ্ডে সর্বহারাদের আশ্রয়, মানবিক উদ্যোগ
সূত্রের খবর, প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে, বারাসতের চাঁপাডালি মোড় বাসস্ট্যান্ড থেকে নৈহাটি, জাগুলিয়ার উদ্দেশ্যে যাতায়াতকারী ৮৫ এবং ৮৭ নম্বর রুটের বাসগুলি আগামী এক মাস ময়নায় পুলিশ সুপারের অফিসের সামনে থেকে ছাড়বে। সেখানে দুটি করে বাস দাঁড়াবে। অন্যদিকে, ব্যারাকপুরগামী ৮১ নম্বর রুটের দুটি করে বাস দমকল বিভাগের অফিসের সামনে থেকে ছাড়বে। আর অটোরিক্সাগুলিকে বিভিন্ন জায়গা থেকে ছাড়ার ব্যবস্থা করা হবে। পণ্যবাহী ট্রাকগুলিকে শহরে ঢোকার আগেই অন্য পথে যাওয়ার ব্যবস্থা করা হবে। জেলা প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, উড়ালপুলের ২৩৬টি বিয়ারিং নষ্ট হয়ে গেছে বলে রিপোর্ট এসেছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ পুরনো তালিকায় নাম থাকলেও, আবাস যোজনার নতুন তালিকায় নাম বাদ!
অবিলম্বে এই বিয়ারিং পরিবর্তন না করলে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। রিপোর্ট সামনে আসার পরই পূর্ত দপ্তর উড়ালপুল সংস্কারের সিদ্ধান্ত নেয়। আগামী ফেব্রুয়ারী মাসে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। তার আগেই এক মাস হাতে সময় নিয়ে এই সংস্কারের কাজ শেষ করা হতে পারে বলেই মনে করা হচ্ছে। ডিসেম্বরের শেষ থেকেই উড়ালপুল সংস্কারের কাজ শুরু করা যায় কিনা, এখন প্রশাসনিক দিক থেকে সবুজ সংকেত মেলার অপেক্ষায় পূর্ত দপ্তর। যা মিললেই দ্রুত গুরুত্বপূর্ণ এই উড়ালপুলের সংস্কারের কাজ শুরু করা হবে।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: সংস্কারের প্রয়োজনে এক মাস বন্ধ থাকবে গুরুত্বপূর্ণ এই উড়ালপুল
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement