North 24 Parganas News: মা আর নেই! তাঁর স্মৃতিকে বাঁচিয়ে রাখতে মেয়ে যা করলেন... রইল অনুপ্রেরণার গল্প

Last Updated:

North 24 Parganas News: মৃত ব্যক্তির অঙ্গ দানের মাধ্যমে আরও একটি মানুষকে বাঁচানোর পাশাপাশি প্রিয়জনের স্মৃতিও বেঁচে থাকে। তাই মেয়ের সেই ইচ্ছা কেই মান্যতা দিল পরিবার।

মা ও মেয়ে
মা ও মেয়ে
উত্তর ২৪ পরগনা: মেয়ে অনিন্দিতার কাছে তাঁর মা ছিলেন যেন অনন্য নারী। মায়ের শিক্ষায় বড় হয়ে ওঠা। মা-ই বলেছিলেন মানুষের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কথা। তাই মেয়ে অনিন্দিতা মায়ের মৃত্যুর পর তাঁর শিক্ষাকে কাজে লাগিয়ে স্মৃতিকে বাঁচিয়ে রাখার সিদ্ধান্ত নিলেন। হাবরা হিজলপুর ১৪ নম্বর ওয়ার্ডের বিশ্বাস পরিবার। ৬৭ বছরের বৃদ্ধা অপর্ণা দেবী বেশ কিছুদিন ধরেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন রাজারহাট এইচসিজি ইকো ক্যান্সার সেন্টারে। হাসপাতালেই প্রয়াত হন তিনি। এরপরেই অপর্ণা দেবীর কন্যা অনিন্দিতা বিশ্বাস সিদ্ধান্ত নেন মায়ের চক্ষু দান করার। মৃত ব্যক্তির অঙ্গ দানের মাধ্যমে আরও একটি মানুষকে বাঁচানোর পাশাপাশি প্রিয়জনের স্মৃতিও বেঁচে থাকে। তাই মেয়ের সেই ইচ্ছা কেই মান্যতা দিল পরিবার।
ইচ্ছা অনুযায়ী যোগাযোগ করা হয় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত গোপালচন্দ্র ভট্টাচার্য বিজ্ঞান কেন্দ্রের ডঃ মেঘনাদ সাহা বিজ্ঞান চক্রের সঙ্গে। এরপর পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যবস্থাপনায় দিশা আই হসপিটালের কর্মীরা এসে অপর্ণা দেবীর দেহ থেকে কর্নিয়া সংগ্রহ করেন। পাশাপাশি, ওই ক্যান্সার হসপিটালে এটাই প্রথম আই ডোনেশান বলেও জানা গিয়েছে।
advertisement
advertisement
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উত্তর ২৪পরগনা জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য তাপস রায় জানান, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে সারা বছর ধরেই মরণোত্তর দেহ দান এবং চক্ষু দান সম্পর্কিত বিষয়ে প্রচার অভিযান করা হয়। তিনি বলেন, “কেউ মারা গেলে তার চোখ দিয়ে যদি অন্য কেউ দৃষ্টি পায় এর থেকে আর ভাল কিছু হতে পারে না।” হাবরার বিশ্বাস পরিবারের সিদ্ধান্ত, আগামী দিনে আরও বহু মানুষকে দেহদান ও চক্ষুদানে উৎসাহী করবে বলেও মনে করছেন বিজ্ঞান মঞ্চের সদস্যরা।
advertisement
রুদ্র নারায়ণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: মা আর নেই! তাঁর স্মৃতিকে বাঁচিয়ে রাখতে মেয়ে যা করলেন... রইল অনুপ্রেরণার গল্প
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement