North 24 Parganas News: ভাষা দিবসে বারাসত থেকে কৃষ্ণনগর সাইকেল র‍্যালি

Last Updated:

ভাষা দিবসে অন্যরকম উদ্যোগ। মাতৃভাষার গুরুত্ব তুলে ধরে বারাসাত থেকে কৃষ্ণনগর পর্যন্ত আয়োজিত হল সাইকেল র‍্যালি

+
সাইকেল

সাইকেল র‍্যালি

উত্তর ২৪ পরগনা: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার বারাসত থেকে কৃষ্ণনগর পর্যন্ত আয়োজিত হল সাইকেল র‍্যালি। বারাসত পুরসভার ১০ নম্বর ওয়ার্ড থেকে এই র‍্যালি বের হয়।
২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ যেমন বাঙালির কাছে গর্বের দিন তেমনই শোকের দিনও বটে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানে বাংলা ভাষাকে অন্যতম সরকারি ভাষা করার দাবিতে শুরু হয়েছিল আন্দোলন। সেই আন্দোলনে নির্মমভাবে গুলি চালিয়ে হত্যা করা হয় বাঙালি তরুণদের। পরবর্তীতে ওই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয় রাষ্ট্রসংঘ। স্বাভাবিকভাবেই পৃথিবীতে প্রথম ভাষা শহিদ হিসেবে স্বীকৃতি লাভ করে বাঙালি।
advertisement
advertisement
বাংলাদেশ মহা ধুমধামের সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। তবে এপার বাংলাতেও এই দিন উপলক্ষে নানান অনুষ্ঠান আয়োজন করা হয়। তেমনই একটি অনুষ্ঠান ছিল এই সাইকেল র‍্যালি। 'আগে মাতৃভাষাকে ভালো করে জানতে হবে, শিখতে হবে। তারপর পাশ্চাত্য ভাষাকে মর্যাদা দিতে হবে', এই বার্তা নিয়েই বারাসত থেকে কৃষ্ণনগর পর্যন্ত সাইকেল র‍্যালি আয়োজিত হয়। গোটা বিষয়টির পিছনে ছিলেন বারাসত পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের পুরপিতা দেবব্রত পাল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসত পুরসভার উপ পুরপ্রধান তাপস দাশগুপ্ত, গৌতম সাহা, দেবাশিস মিত্র, পুলিশ আধিকারিক রঞ্জিত সিং সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
advertisement
রুদ্রনারায়ণ রায়
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: ভাষা দিবসে বারাসত থেকে কৃষ্ণনগর সাইকেল র‍্যালি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement