North 24 Parganas News: তৃণমূলের অটো ইউনিয়নের গোষ্ঠীদ্বন্দ্বে ভোগান্তি যাত্রীদের

Last Updated:

তৃণমূলের অটো ইউনিয়নের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ভোগান্তির মুখে হাসনাবাদের সাধারণ মানুষ

উত্তর ২৪ পরগনা: অটো রুট চালু নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব। আর তার জেরে হাসনাবাদ ও হিঙ্গলগঞ্জে সমস্যায় পড়লেন যাত্রীরা। উত্তর ২৪ পরগনার হাসনাবাদ ও হিঙ্গলগঞ্জের বাইলানি, বিশপুর ও রূপমারি এই তিনটে রুটে প্রায় ৫০০ অটো চলে। নতুন করে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি ২৫ টি অটো অন্তর্ভুক্তির চেষ্টা করলে বর্তমান অটোচালকদের একাংশ বেঁকে বসেন। তাই নিয়েই ঝামেলা।
এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের শ্রমিক সংগঠনের অন্তর্দন্দ প্রকাশ্যে চলে এল। অটো ইউনিয়নের একটি গোষ্ঠী নতুন অটো নামানোর প্রতিবাদে অটো চালানো বন্ধ করে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। হাসনাবাদের মাইতির মোড়ে তাদের বিক্ষোভে অটো চলাচল বন্ধ হয়ে যায়। ওই গোষ্ঠীর সম্পাদক সুকান্ত বৈদ্য বলেন, সম্পূর্ণ বেআইনিভাবে নতুন ২৫ টি অটো চালুর চেষ্টা করা হচ্ছে। এমনিতে এই তিনটে রুটে ঠিকমতো যাত্রী হয় না, তার মধ্যে টোটো, ম্যাজিক গাড়ি চলে। এই অবস্থায় নতুন অটোর নামালে কেউ খেতে পাবে না।
advertisement
advertisement
শাসকদলের অটো ইউনিয়নের দুই গোষ্ঠীর এই ঝামেলায় ব্যাপক ভোগান্তিতে পড়তে হয় অসংখ্য মানুষকে। নিত্যযাত্রীদের পাশাপাশি অসুস্থ রোগীরাও সমস্যায় পড়েন। এলাকাবাসীদের বক্তব্য, দুই গোষ্ঠীর ইউনিয়ন মুখোমুখি আলোচনায় বসে সমস্যা মিটিয়ে নিক, কিন্তু অটো চলুক।
জুলফিকার মোল্লা
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: তৃণমূলের অটো ইউনিয়নের গোষ্ঠীদ্বন্দ্বে ভোগান্তি যাত্রীদের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement