CCTV in College Toilet: মহিলা শৌচাগারে CCTV ক্যামেরা লাগাতেই তোলপাড় কাণ্ড, পরের ঘটনা শুনলে শিউরে উঠবেন

Last Updated:

CCTV in College Toilet: শৌচাগারের সামনে সিসিটিভি, মানসিক নির্যাতনের শিকার অধ্যাপক ও অধ্যাপিকারা, চোখের জলে জীবন বাঁচানোর জন‍্য হাতজোড় করে আকুল আবেদন।

+
title=

বসিরহাট: শৌচাগারের সামনে সিসিটিভি, মানসিক নির্যাতনের শিকার অধ্যাপক ও অধ্যাপিকারা, চোখের জলে জীবন বাঁচানোর জন‍্য হাতজোড় করে আকুল আবেদন অধ‍্যাপকদের। শিক্ষামন্ত্রীর কাছে চিঠি অধ্যক্ষের বিরুদ্ধে, অধ্যাপিকারা হাইকোর্টের দ্বারস্থ। স্বরূপনগর কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিলেন ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অধ্যাপক-অধ্যাপিকারা। বসিরহাটের স্বরূপনগর ব্লকের শহীদ নুরুল ইসলাম কলেজের অধ্যক্ষ ডঃ আফসার আলীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য সহ একাধিক অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন ১৯ জন অধ্যাপক-অধ্যাপিকা। তাদের অভি‌যোগ, ২০১৮ সালে অধ্যক্ষ এই কলেজে দায়িত্ব নেওয়ার পর থেকে রীতিমতো মানসিক হেনস্থা করছেন।
তাঁরা জানান, আদতে এই কলেজে ৩০০০ ছাত্র-ছাত্রী রয়েছে। বিগত ৫ বছর ধরে মোট ২৫ থেকে ৩০টি সিসি ক্যামেরা আছে। কিন্তু ইদানিং সপ্তাহ দু’য়েক আগে কলেজের অধ‍্যাপিকাদের কমন রুম পার্শ্বস্ত মহিলা টয়লেটের দরজার ঠিক বাইরে একটি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়। পাশাপাশি ছাত্রীদের যেখানে টয়লেটের দরজা রয়েছে তার বাইরেও একটি সিসিটিভি ক্যামেরা ইন্সটল করা হয় অধ্যক্ষের নির্দেশে। যার জেরে মহিলা অধ্যাপিকা ও ছাত্রীদের শালীনতা খর্ব হচ্ছে বলে অভিযোগ ওঠে। অধ্যাপিকা ও ছাত্রীরা বলেন, ‘আমরা কেউই সিসিটিভির বিরুদ্ধে নই। কলেজে দীর্ঘদিন ধরেই সিসিটিভি ক্যামেরা রয়েছে। কিন্তু হঠাৎ করে মহিলা শৌচালয়ের ঠিক সামনেই এই টিভি লাগানো আমাদের লজ্জায় মাথা হেঁট হচ্ছে। অধ্যক্ষ সম্পূর্ণ পরিকল্পিতভাবে সিসিটিভির বিষয়টিকে সামনে এনে রাজ্যের কাছে কলেজকে বদনাম করছেন। পাশাপাশি সহকারী অধ্যাপক অধ্যাপিকাদের সম্মানহানি করছেন।’
advertisement
advertisement
কলেজের অধ্যাপিকা সুদীপ্তা হালদার মাইতি বলেন, ‘সিসিএল এর নিয়ম ভঙ্গ করার জন্য আমি ওই অধ্যক্ষের বিরুদ্ধে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেছি। পাশাপাশি তিনি মানসিক নির্যাতনের মাত্রা এতই বাড়িয়েছেন যে যার জন্য আমাকে মানসিক ডাক্তারের কাছে চিকিৎসা করাতে হচ্ছে।’ এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন কলেজের ছাত্র-ছাত্রীরাও। প্রথম বর্ষের ছাত্রী শর্মিলা বিশ্বাস বলেন, ‘সিসিটিভির পক্ষে আমরা। কিন্তু টয়লেটের সামনে কেন সিসিটিভি লাগানো হল? মহিলা টিচার্স ওয়াশ রুমের সামনে কেন সিসিটিভি লাগানো হল? সেখান থেকে তিনি বিভিন্ন ভিডিও ফুটেজ সংগ্রহ করে মজা নিচ্ছেন অধ্যক্ষ! শৌচালয় থেকে বেরিয়ে জামা কাপড় ঠিক করতে গেলে আমাদের সম্মানহানি হচ্ছে। তাই আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি।’ কলেজের অধ্যাপকরা ইতিমধ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে অভিযোগের চিঠি দিয়েছেন। শুক্রবার কলেজের অধ্যক্ষ কলেজে উপস্থিত ছিলেন না পাশাপাশি তাকে একাধিকবার ফোনের যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
advertisement
জুলফিকার মোল্যা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
CCTV in College Toilet: মহিলা শৌচাগারে CCTV ক্যামেরা লাগাতেই তোলপাড় কাণ্ড, পরের ঘটনা শুনলে শিউরে উঠবেন
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement