North 24 Parganas News: নাচ গানে মিলিত আট থেকে আশি, সীমান্ত শহরে প্রভাত ফেরির মধ্য দিয়েই কবি প্রণাম
- Reported by:JULFIKAR MOLLA
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
North 24 Parganas News: প্রভাত ফেরী, পথ নাটিকা, নৃত্য-কবিতা ও গানের মধ্য দিয়ে ২৫শে বৈশাখ উদযাপন সীমান্ত শহর বসিরহাটে। ১৬২তম জন্ম দিবসে রবীন্দ্রনাথ ঠাকুরের গলায় মালা দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা সীমান্ত শহর বসিরহাটে।
বসিরহাট: প্রভাত ফেরী, পথ নাটিকা, নৃত্য-কবিতা ও গানের মধ্য দিয়ে ২৫শে বৈশাখ উদযাপন সীমান্ত শহর বসিরহাটে। ১৬২তম জন্ম দিবসে রবীন্দ্রনাথ ঠাকুরের গলায় মালা দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা সীমান্ত শহর বসিরহাটে। বসিরহাটের সীমান্ত থেকে সুন্দরবনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মদিন পালনের মধ্য দিয়ে কবিগুরু প্রণামে মিলিত হয়েছে আট থেকে আশি।
মঙ্গলবার ইউনাইটেড ক্লাবের উদ্যোগে সকাল থেকে প্রভাত ফেরির মধ্য দিয়ে ছোট বড় শিল্পীরা টাকি রোড ও ইটিন্ডা রোড সহ বিভিন্ন জায়গায় একদিকে পথনাটিকা অন্যদিকে গান নৃত্য কবিতা আবৃতির মধ্য দিয়ে কবি গুরুর জন্মদিন পালন করলেন।
advertisement
advertisement
ভোর হতেই প্রভাত ফেরির মধ্য দিয়ে রাস্তার বিভিন্ন জায়গায় তারা তাদের কলা কুশলী প্রদর্শন করলেন। পাশাপাশি বসিরহাটের টাউন হলে রবীন্দ্রনাথ ঠাকুরের গলায় মালা দিয়ে টাউন হল প্রাঙ্গণে বিভিন্ন নাচ গানের মধ্য দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করলেন।
জুলফিকার মোল্যা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 09, 2023 3:33 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: নাচ গানে মিলিত আট থেকে আশি, সীমান্ত শহরে প্রভাত ফেরির মধ্য দিয়েই কবি প্রণাম







