North 24 Parganas News: আবারও সেই বাসন্তী হাইওয়ে! ঝোঁপের মধ্যে ওটা কী, দেখেই আঁতকে উঠলেন স্থানীয়রা
Last Updated:
এই প্রথম নয়৷ নির্জন বাসন্তী হাইওয়ের পাশে এর আগেও খুন করে দেহ ফেলে যাওয়ার ঘটনা ঘটেছে৷
বসিরহাট: বাসন্তী হাইওয়ের পাশ থেকে অজ্ঞাতপরিচয় যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। বসিরহাটের মিনাখাঁ থানার বামনপুকুর গ্রাম পঞ্চায়েতের কলকাতা থেকে সুন্দরবনগামী বাসন্তী হাইওয়ে (রাজ্য সড়ক -৩) এর ঘটনা।
এ দিন পথচলতি মানুষ রাস্তার ধারে একটি ঝোঁপের পাশে প্রথমে দেহটিকে দেখতে পায়। স্থানীয় বাসিন্দারা দেহটি দেখতে পেয়ে মিনাখাঁ থানায় খবর দেয়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে মিনাখাঁ থানার পুলিশ।
advertisement
advertisement
পাশাপাশি ওই যুবকের দেহ কোথা থেকে এল? যুবককে ঘটনাস্থলেই খুন করা হয়েছে নাকি কেউ খুন করে দেহ ওই নির্জন এলাকায় ফেলে দিয়ে গিয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ৷ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে মিনাখাঁ থানার পুলিশ। মৃতের নাম ও পরিচয় জানার চেষ্টা করছে তদন্তকারীরা।
advertisement
এই প্রথম নয়৷ নির্জন বাসন্তী হাইওয়ের পাশে এর আগেও খুন করে দেহ ফেলে যাওয়ার ঘটনা ঘটেছে৷ ফলে বারংবার একই ধরনের ঘটনা ঘটায় পুলিশি নজরদারি নিয়েও প্রশ্ন উঠছে৷
জুলফিকার মোল্লা
view commentsLocation :
Basirhat,North Twenty Four Parganas,West Bengal
First Published :
April 12, 2023 11:51 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: আবারও সেই বাসন্তী হাইওয়ে! ঝোঁপের মধ্যে ওটা কী, দেখেই আঁতকে উঠলেন স্থানীয়রা