North 24 Parganas News: ব্যস্ত টাকি রোডে গাছের গুঁড়ি ফেলে অবরোধ ট্রাক চালক-খালাসিদের

Last Updated:

এক ট্রাক চালককে মারধর করার প্রতিবাদে ব্যস্ত টাকি রোডে গাছের গুঁড়ি ফেলে অবরোধ চালক ও খালাসিদের

+
title=

উত্তর ২৪ পরগনা: টাকি রোডে পার্কিং নিয়ে ব্যাপক গন্ডগোল। আর তার জেরে চালক-খালাসিকে মারধরের পাশাপাশি গাড়ি ভাঙচুর করা হয়। প্রতিবাদে গাড়ি চালকরা পাল্টা পথ অবরোধ করেন। টাকি রোডে গাছের গুঁড়ি ফেলে বালির গাড়ি রাস্তার উপর আড়াআড়ি দাঁড় করিয়ে অবরোধ শুরু হয়। এতে ক্ষুব্ধ পথচারীরা অবরোধ তুলতে গেলে পাল্টা তাঁদের মারধর করার অভিযোগ উঠেছে অবরোধকারীদের বিরুদ্ধে। টাকি রোডের কদমতলা এলাকার ঘটনা।
বালি বোঝাই ট্রাক রাস্তার ধারে পার্কিং করা নিয়ে সমস্যার সূত্রপাত। গাড়ি রাখা নিয়ে চালক ও খালাসির সঙ্গে ঝামেলা শুরু হয় একদল যুবকের। হঠাৎই দু'পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এই ঘটনায় আহত হয়ে এক ট্রাক চালক বসিরহাট হাসপাতালে ভর্তি হন। এই ঘটনার কথা ছড়িয়ে পড়তেই উত্তেজনা তুঙ্গে ওঠে। বাকি ট্রাক চালক ও খালাসিরা রাস্তা অবরোধ করেন। তাঁরা টাকি রোডের উপর সারি সারি ট্রাক দাঁড় করিয়ে গাছের গুঁড়ি ফেলে দেন! এই নিয়ে পাল্টা প্রতিবাদ জানায় এলাকার মানুষ।
advertisement
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাজির হয়ে পুলিশ। অবরোধ তোলার জন্য তাদের ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। এইভাবে রাস্তা অবরোধের ঘটনায় যুক্ত গাড়ির চালক ও খালাসিদের বিরুদ্ধে শাস্তির দাবি জানান এলাকার মানুষ। অবরোধের ফলে যান চলাচল থমকে যায়। শেষ পর্যন্ত অবরোধকারীদের সঙ্গে কথা বলে বসিরহাট থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: ব্যস্ত টাকি রোডে গাছের গুঁড়ি ফেলে অবরোধ ট্রাক চালক-খালাসিদের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement