Dhanteras 2023: ধনতেরাসে পিতলের বাসনেই ভরসা বাঙালির, সস্তায় কিনতে ভিড় করছে কংসবণিক পাড়ায়
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:RUDRA NARAYAN ROY
Last Updated:
ধনতেরাস উপলক্ষে যারা সোনা বা রুপোর জিনিস কিনতে পারছে না তারা পিতলের বাসন কেনায় মন দিয়েছে
উত্তর ২৪ পরগনা: ধনলক্ষ্মীর কৃপার আশায় ধনতেরাসে সোনা-রুপো কেনার চল বহুদিনের। উত্তর ভারতীয় এই সংস্কৃতি বর্তমানে বাংলাতেও প্রসার লাভ করেছে। তবে যারা সোনা বা রুপো কিনতে পারেন না তাঁরা সাধ্য অনুযায়ী পিতলের বাসন কিনে থাকেন। ফলে গত কয়েক বছর ধরেই ধনতেরাসের দিন পিতলের বাসনের চাহিদা বাড়ছে।
মনে করা হয়, কার্তিক মাসের কৃষ্ণ ত্রয়োদশীর দিন সমুদ্র মন্থনের সময় ভগবান ধন্বতরী পিতলের কলস নিয়ে আবির্ভূত হয়েছিলেন। তাই এই দিনে পিতলের বাসন কেনার আলাদা গুরুত্ব আলাদা আছে। ধনতেরাসের শুভক্ষণে সোনা, রুপোর পাশাপাশি কাঁসা, পিতলের বাসন, পুজোর সরঞ্জাম সহ নানান জিনিস কিনতে দেখা যায় সাধারণ মানুষকে। তবে এই রীতি পালনের পাশাপাশি দামের দিকেও লক্ষ্য রাখতে হয় আম বাঙালিকে। আর তাই কম দামে পিতল ও কাঁসার বাসন কেনার জন্য কংসবণিক পাড়ায় এবার ভিড় করছেন গৃহিণীরা।
advertisement
advertisement
উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে কাঁসা শিল্পীদের আঁতুড়ঘর, যা কংসবণিক পাড়া নামে পরিচিত। ধনতেরাস উপলক্ষে সেখানে এখন জোরকদমে চলছে কাজ,। সারাদিন ঠুকঠাক আওয়াজে তৈরি হচ্ছে ঘট, বাটি, বাসন, থালা সহ নানা জিনিস। ধনতেরস উপলক্ষে আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছে পছন্দের পিতলের সামগ্রী কিনতে। বাজারের থেকে অনেকটাই কম দামে এখানে জিনিস কিনতে পাওয়া যায়। এলাকার প্রায় দেড় হাজার পরিবার এই কাঁসা ও পিতলের বাসন তৈরির সঙ্গে যুক্ত। তাঁরাই জানালেন, ধনতেরাসের জন্য এখন বিক্রিবাটা অনেকটাই বেড়েছে।
advertisement
রুদ্রনারায়ণ রায়
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
November 10, 2023 6:24 PM IST