North 24 Parganas News: বন্ধ ঘরে জীবন্ত দগ্ধ শয্যাশায়ী রোগী!

Last Updated:

১২ বছর শয্যাশায়ী রঞ্জিতবাবু৷ তিনি হাঁটতে পারতেন না৷ বিছানায় শুয়ে ছিলেন তিনি৷ তাকে ঘরে বন্ধ করে, বাইরে থেকে তালা দিয়ে চলে যান বাড়ির সকলে৷ তখনই লাগে আগুন

শোকগ্রস্ত পরিবার
শোকগ্রস্ত পরিবার
#উত্তর ২৪ পরগনা: ইছাপুর আনন্দমঠ হরিসভা অঞ্চলে নোয়াপাড়া পৌরসভার অন্তর্গত সাত নম্বর ওয়ার্ডের একটি ফ্ল্যাটে হঠাৎ-ই আগুন। বন্ধ ঘরে আটকে মারা যান বছর ৭২ রঞ্জিত ধরচৌধুরী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনি হাঁটতে পারতেন না প্রায় বারো বছর ধরে। ছিলেন ফুড কর্পোরেশনের অবসরপ্রাপ্ত কর্মী। তারা দুই ভাই, থাকতেন একসঙ্গে।
আরও পড়ুন Siliguri News: বাড়ি ফাঁকা রেখে শ্রাদ্ধানুষ্ঠানে গিয়েছিল পরিবার ,বাড়ি ফিরে যা দেখলেন
ভাই বরুণ ধরচৌধুরী বাইরে থেকে তালা দিয়ে কিছু সময়ের জন্য বাইরে যান। পরিচারিকাও তার নিজের বাড়ি চলে যান। এরপরই, হঠাৎই পাশের ফ্ল্যাটের বাসিন্দারা ধোয়া বেরোতে দেখেন। দ্রুত ছুটে যান সকলে। যেহেতু বাইরে থেকে তালা দেওয়া ছিল, ইট দিয়ে সেই তালা ভাঙার চেষ্টা করেন আবাসনের প্রতিবেশীরাই। পরবর্তীকালে খবর দেয়া হয় নোয়াপাড়া থানা এবং দমকল কর্মীদের। তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিসের থেকে এই আগুন লাগল তা নিয়েই উঠছে প্রশ্ন।
advertisement
advertisement
রঞ্জিত ধর চৌধুরীর মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে ব্যারাকপুর বিএন বোস মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য। আত্মীয়রা জানিয়েছেন যে  ধূমপান করতেন রঞ্জিত ধর চৌধুরী। পাশাপাশি, ঘরে মশা মারার ধূপও জ্বালানো ছিল, এমনটাই দাবি তার আত্মীয়র। তবে কি থেকে এই আগুন লাগে তা নিয়ে ধোঁয়াশার মধ্যে পরিবার। নোয়াপাড়া থানার পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। প্রসঙ্গত এর আগেও, বহু ক্ষেত্রে দেখা গিয়েছে এভাবেই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ গিয়েছে বহু শয্যাশায়ী রোগীর। ফলে পরিবারের দিকেও আঙুল তুলছেন প্রতিবেশীরা। তাদের প্রশ্ন, কেন এমন রোগীকে একা রেখে বাইরে গিয়েছিলেন সকলে৷ এই ঘটনা আরও পড় আকার নিতে পারত, সেই আশঙ্কাও প্রকাশ করছেন সকলে৷ কিভাবে আগুন লাগল তা খোঁজার চেষ্টা চলছে।
advertisement
রুদ্র নারায়ণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: বন্ধ ঘরে জীবন্ত দগ্ধ শয্যাশায়ী রোগী!
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement