North 24 Parganas News: বসিরহাটে দারুণ সুযোগ...বাগদা চিংড়ির খোসা ছাড়িয়েই চলছে সংসার! কত রোজগার জানেন?
- Reported by:JULFIKAR MOLLA
- local18
- Published by:Satabdi Adhikary
Last Updated:
দীঘা থেকে প্রতিদিন ভোরে ভ্যান ও ছোট ট্রাকে করে বাগদা চিংড়ি পৌঁছায় বসিরহাট শহরের আড়তে। সেখান থেকে ব্যবসায়ীদের মাধ্যমে এই মাছ পৌঁছে যায় বিভিন্ন মহল্লা ও গ্রামে। শুরু হয় মহিলাদের কর্মযজ্ঞ।
বসিরহাট, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: বাগদা চিংড়ির খোসা ছাড়িয়েই সংসার চালাচ্ছেন বসিরহাটের মহিলারা। বাগদা-চিংড়ির খোসা ছাড়িয়ে স্বনির্ভরতার পথে বসিরহাটের মহিলারা। ভোরের আলো ফোটার আগেই ব্যস্ত হয়ে ওঠে বসিরহাটের দেবীপুর, চণ্ডীগড়, আকিপুর-সহ একাধিক এলাকা। সংসারের কাজ সামলে কাকভোরে ঘর থেকে বেরিয়ে পড়েন বহু মহিলা। তাদের হাত ধরেই গড়ে উঠেছে এক নীরব কিন্তু গুরুত্বপূর্ণ জীবিকা—বাগদা চিংড়ির খোসা ছাড়ানোর কাজ।
দীঘা থেকে প্রতিদিন ভোরে ভ্যান ও ছোট ট্রাকে করে বাগদা চিংড়ি পৌঁছায় বসিরহাট শহরের আড়তে। সেখান থেকে ব্যবসায়ীদের মাধ্যমে এই মাছ পৌঁছে যায় বিভিন্ন মহল্লা ও গ্রামে। শুরু হয় মহিলাদের কর্মযজ্ঞ। সারি সারি করে বসে দক্ষ হাতে চিংড়ির খোসা ছাড়ান তাঁরা। এই কাজে প্রতি কেজি চিংড়ির খোসা ছাড়ানোর জন্য মজুরি পান ৮ থেকে ৯ টাকা। অভিজ্ঞতা ও পরিশ্রমের জোরে একজন মহিলা প্রতিদিন গড়ে ১০ থেকে ১২ কেজি পর্যন্ত চিংড়ির খোসা ছাড়াতে পারেন। এতে দৈনিক রোজগারের একটি স্থায়ী পথ তৈরি হয়েছে তাদের জন্য।
advertisement
advertisement
খোসা ছাড়ানো চিংড়ি পরে প্যাকিং করা হয়। সেগুলি পাঠানো হয় ভিন রাজ্যের বিভিন্ন জায়গায়, এমনকি রফতানির পথেও পাড়ি দেয় এই চিংড়ি। বসিরহাটের মহিলাদের নিপুণ হাতের কাজ ছাড়া এই বিপুল চিংড়ি শিল্প কার্যত অচল। সংসারের হাল ধরতে, সন্তানদের পড়াশোনা চালাতে কিংবা নিজের পায়ে দাঁড়াতে—এই কাজ আজ বহু মহিলার কাছে আশার আলো। নীরবে, নিরবে শ্রম দিয়ে অর্থনীতির চাকা ঘোরাচ্ছেন বসিরহাটের এই পরিশ্রমী নারীরা।
view commentsLocation :
West Bengal
First Published :
Dec 25, 2025 2:22 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: বসিরহাটে দারুণ সুযোগ...বাগদা চিংড়ির খোসা ছাড়িয়েই চলছে সংসার! কত রোজগার জানেন?









