North 24 Parganas News: মানবিকতার নজির! ক্যান্সার আক্রান্ত হোম গার্ডের পাশে দাঁড়াল বারাসত ট্রাফিক গার্ড

Last Updated:

আবারও পুলিশের মানবিকতার নজির জেলায়। দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত বারাসতের এক হোমগার্ডের পাশে এসে দাঁড়ালেন বারাসত চাঁপাডালি ট্রাফিক সহ গোটা পুলিশ প্রশাসন। কয়েক মাস হল মারণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত বারাসতের বাসিন্দা শিবপ্রসাদ ব্যানার্জি।

+
কর্তব্যরত

কর্তব্যরত ট্রাফিক পুলিশ

#উত্তর ২৪ পরগনা : আবারও পুলিশের মানবিকতার নজির জেলায়। দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত বারাসতের এক হোমগার্ডের পাশে এসে দাঁড়ালেন বারাসত চাঁপাডালি ট্রাফিক সহ গোটা পুলিশ প্রশাসন। কয়েক মাস হল মারণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত বারাসতের বাসিন্দা শিবপ্রসাদ ব্যানার্জি। বর্তমানে তিনি কাজ করতে পারেন না। অর্থনৈতিক অবস্থাও তেমন নয় যে খরচ সাপেক্ষ এই ব্যাধির চিকিৎসা চালাতে পারবেন। তবুও যতটুকু সামর্থ্য তা দিয়েই এতদিন চালিয়েছেন চিকিৎসা।
বর্তমানে চিকিৎসা করার সামর্থ্য যুগে উঠতে পারছেন না শিবপ্রসাদ বাবু। হোমগার্ড এ কর্মরত থাকলেও বর্তমানে চিকিৎসায় নিঃস্ব হয়েছেন তিনি। এখনও চলছে চিকিৎসা। তবে তার জন্য প্রয়োজন টাকার যা তিনি যোগাড় করে উঠতে পারছেন না। তাই এদিন বারাসত চাঁপাডালি ট্রাফিকের কাছে সহযোগিতা চান শিবপ্রসাদ বাবু। এই ঘটনা শোনার পরেই সমর্থ্য মত সাহায্যের হাত বাড়িয়ে দেয় বারাসত চাঁপাডালি ট্রাফিক এর আধিকারিকেরা। প্রতিদিন রাস্তায় কর্মরত থাকেন ট্রাফিক আধিকারিকেরা। রোদ ঝড় জল বৃষ্টিতে কাজ করতে হয় তাদের।
advertisement
আরও পড়ুনঃ রং তুলি ধরেই স্বাবলম্বী হয়ে উঠেছেন রেল পাড়ের মহিলারা!
বহু ক্ষেত্রেই দেখা যায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠে গাড়ি দাঁড় করিয়ে টাকা নেওয়ার। তবে পুলিশের এদিনের ভূমিকায় যেন জনমানুষে পড়ল অন্য প্রভাব। পুলিশের এই মানবিক উদ্যোগকে কুর্নিশ জানালেন সমাজের বিভিন্ন মহল। ক্যান্সার আক্রান্ত রোগী শিবপ্রসাদ বাবু জানান, তার চারটি কেমো দরকার এবং একই সাথে ওষুধের জন্য প্রচুর অর্থের প্রয়োজন। সে কথা শোনার পর বারাসত চাঁপাডালি ট্রাফিক সহ হোমগার্ড,সিভিক সহ বিভিন্ন থানার পুলিশ এগিয়ে আসেন তাকে সাহায্য করতে। পাশাপাশি চিকিৎসার যাবতীয় খরচ তারাই বহন করবেন বলে কথা দেন।
advertisement
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: মানবিকতার নজির! ক্যান্সার আক্রান্ত হোম গার্ডের পাশে দাঁড়াল বারাসত ট্রাফিক গার্ড
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement