Bangla Video: আয়লা, আমফানে সুন্দরবনের একমাত্র এই বেল গাছের কিছু হয়নি! সে যেন সাক্ষাৎ মহাদেব

Last Updated:

Bangla Video: বাংলার প্রায় সব হিন্দু পরিবারেই দেবাদিদেব মহাদেবের পুজো হয়। আর শিবের পুজোয় বেল পাতা থাকবেই। হিন্দু ধর্মের মানুষরা বিশ্বাস করেন, বেল ও বেল পাতা ভগবান শিবের খুব প্রিয়

+
গাছকে

গাছকে শিবরূপে পুজো, দুই শতাব্দী ধরে এই রীতিই চলে আসছে 

উত্তর ২৪ পরগনা: মন্দির বা শিবলিঙ্গ নয়, গাছকে এখানে শিবরূপে পুজো করা হয়। গত দুই শতাব্দী ধরে এই রীতিই চলে আসছে হিঙ্গলগঞ্জের বিশপুর গ্রামে।
গ্রাম বাংলার প্রায় সব হিন্দু পরিবারেই দেবাদিদেব মহাদেবের পুজো হয়। আর শিবের পুজোয় বেল পাতা থাকবেই। হিন্দু ধর্মের মানুষরা বিশ্বাস করেন, বেল ও বেল পাতা ভগবান শিবের খুব প্রিয়। তাই পুজোর সময় তাঁকে বেলপাতা নিবেদন করা হয়। সুন্দরবনের হিঙ্গলগঞ্জের ২০০ বছরের প্রাচীন এক বেল গাছকেই বছরের পর বছর ধরে শিবের প্রতীক হিসেবে পুজো করে আসছেন এলাকার মানুষরা।
advertisement
advertisement
এখানকার অনেকে বিশ্বাস করেন, বেলপাতা নিবেদন করলে মহাদেব খুব খুশি হন। তবে বেল গাছকেই শিবের প্রতিরূপ হিসেবে পুজো করার এই ঘটনা সচরাচর দেখা যায় না। স্থানীয়রা জানান, শাস্ত্রী বাড়ির এই বেল গাছ বহু পুরনো। প্রথম থেকেই এই বেল গাছকে পুজো করা হচ্ছে। তবে ঠিক কত সালে এই পুজো শুরু হয়েছিল সেই বিষয়টি কেউই আজ আর পরিষ্কার করে বলতে পারেন না। তবে শাস্ত্রী পরিবারের দাবি, পুজোটি ২০০ বছরের বেশি পুরনো। কথিত আছে, এই গাছ আমফান, আয়লায় ক্ষতিগ্রস্ত হয়ে মৃতপ্রায় অবস্থায় পৌঁছে গেলেও আবারও যেন তার পুনর্জন্ম হয়। তা থেকে মানুষের বিশ্বাস ও ভক্তি আরো বেড়েছে।
advertisement
জুলফিকার মোল্যা
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Bangla Video: আয়লা, আমফানে সুন্দরবনের একমাত্র এই বেল গাছের কিছু হয়নি! সে যেন সাক্ষাৎ মহাদেব
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement