North 24 Parganas News: বেহাল দশা বিভূতিভূষণ সেতুর, সমস্যায় সীমান্তপাড়ের মানুষ

Last Updated:

বড় ‌যানবাহনের জন্য বন্ধ হল বনগাঁয়ের ঝুলন্ত ব্রিজ বিভূতিভূষণ সেতু, সমস্যায় সীমান্তপাড়ের মানুষ

+
ঝুলন্ত

ঝুলন্ত সেতু

উত্তর ২৪ পরগনা: সীমান্ত শহর বনগাঁয় সৌন্দর্যায়নে তৈরি হয়েছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নামাঙ্কিত ঝুলন্ত সেতুর, কিন্তু আজ তার বেহাল দশা৷ সেতুর উপর দিয়ে প্রশাসন ভারি যান চলাচল বন্ধের নির্দেশ জারি করতেই আন্দোলনে নামেন ক্ষুব্ধ কৃষকেরা। ঝুলন্ত সেতুর সংস্কার ও বিকল্প কংক্রিটের সেতুর দাবি জানাচ্ছেন এলাকাবাসীরা। প্রশাসনিক কর্তাদের কাছে লিখিত আবেদনও জানানো হয়েছে বিষয়টি নিয়ে।
গোপালনগর থানার শ্রীপল্লী ব্যারাকপুর এলাকায় সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত ভিটে৷ পাশেই সাহিত্যিকের স্মৃতি বিজড়িত ইছামতি নদীর ঘাট৷ আর সেই এলাকাতেই ২০০১ সালে তৈরি হয়েছিল বিভূতিভূষণ পার্ক ও ইছামতি নদীর উপর এই ঝুলন্ত সেতু৷ বছরের নানা সময় সেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটক ও সাহিত্যিকরা এসে ভিড় করেন। গুরুত্বপূর্ণ এই সেতু ব্যবহার করেন দু প্রান্তের হাজার খানেক মানুষ।
advertisement
advertisement
বাসিন্দাদের অভিযোগ, ওই ঝুলন্ত সেতুর উপর দিয়ে মাধবপুর, শিবপুর, মনিগ্রাম, সদাইপুর সহ সাত আটটি গ্রামের কয়েক হাজার কৃষক তাদের সবজি নিয়ে হাটে বাজারে যান৷ এলাকার মানুষজন অসুস্থ হলে, রোগীকে নিয়ে হাসপাতালে যাওয়ার এটাই প্রধান রাস্তা৷ তা না হলে প্রায় ১৫ থেকে ১৭ কিলোমিটার ঘুরে পৌঁছতে হয় হাসপাতালে। সেতুটি পি ডব্লু ডি’র তত্ত্বাবধান থাকায়, সম্প্রতি সেতুটির খারাপ অবস্থা জানিয়ে বাইক ও হেঁটে পারাপার ছাড়া অন্য সব যাতায়াত বন্ধ করার ঘোষণা করা হয়েছে। তারপর থেকেই বিস্তীর্ণ এলাকার মানুষজন ক্ষুব্ধ হয়ে উঠেছেন।
advertisement
এলাকাবাসীদের কথায়, সেতু নির্মাণের পর থেকে মাঝেমধ্যে ছোটখাটো সংস্কার হলেও প্রায় পাঁচ বছর ধরে শুনছি সেতুটির স্বাস্থ্য খারাপ। কিন্তু এতদিনেও কেন সংস্কার করা হল না সেতুটির! এখন সেতু সংস্কার ও গ্রামবাসীদের যাতায়াতে কি পদক্ষেপ নেয় প্রশাসন, সে দিকেই তাকিয়ে বিস্তীর্ণ এলাকার মানুষজন।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: বেহাল দশা বিভূতিভূষণ সেতুর, সমস্যায় সীমান্তপাড়ের মানুষ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement