North 24 Parganas News: রাস্তায় দৌড়চ্ছেন মহিলা-পুরুষ, বিভিন্ন বয়সের মানুষ, কারণ...

Last Updated:

আগুন হাতে সূচনা হল অশোকনগর টাউন অলিম্পিকের, থাকছে বিশেষ চমক

+
মশাল

মশাল দৌড়

#উত্তর ২৪ পরগনা: প্রায় দুশোর ওপর প্রতিযোগী নিয়ে অশোকনগর টাউন অলিম্পিকের সূচনা হল মশাল দৌড়ের মধ্যে দিয়ে। অশোকনগরের প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা দৌড়লেন পুরুষ ও মহিলা, ছোট বড় সকল বয়সের প্রতিযোগীরা। আর শহরের রাজপথ জুড়ে এই দৌড়ের মধ্যে দিয়েই অশোকনগর টাউন অলিম্পিক ২০২৩ এর শুভারম্ভ হল। টাউন অলিম্পিক কমিটির এই মশাল দৌড় ঘিরে অশোকনগর বাসিদের উন্মাদনা ছিল চোখে পড়ার মত। রাস্তার দুপাশে বহু সাধারণ মানুষ ওই সকল প্রতিযোগীদের উৎসাহ দিতে হাজির হয়েছিলেন।
আরও পড়ুন Murshidabad News: জানুন কেন কল্পতরু উৎসব পালন করা হয় 
অশোকনগর চৌরঙ্গী মোড় থেকে শুরু হয় দৌড়। এরপর স্টেডিয়াম, আট নম্বর কালিবাড়ি মোড়, শেরপুর ঘুরে শেষ হয় প্রতিযোগিতা। সারা বছরই নানা খেলার উপর প্রতিযোগিতার আয়োজন করা হয় অশোকনগর টাউন অলিম্পিকের পক্ষ থেকে। জেলার পাশাপাশি রাজ্যের নানা প্রান্তের মানুষ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারেন। এদিন ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হয় প্রতিযোগীদের উপর। প্রতিযোগীদের নিরাপত্তার কথা ভেবে অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা রাখা হয়েছিল এই মশাল দৌড়ে। অলিম্পিক কমিটির তরফ থেকে জানানো হয় এ বছরের টাউন অলিম্পিকে প্রায় ৫ হাজারের উপর প্রতিযোগী অংশ নেবেন বলেই অনুমান করা হচ্ছে।
advertisement
আরও পড়ুন Purulia News: বর্ষপূর্তিতে পর্যটক পূর্ণ অযোধ্যা, আনন্দের মাঝেও ছিল বেশ কিছু সমস্যা!
এর পরবর্তী সময়ে টেবিল টেনিস থেকে শুরু করে ফুটবল ইনডোর গেমেরও প্রতিযোগিতা রাখা হয়েছে এই টাউন অলিম্পিকে। ইতিমধ্যেই প্রতিযোগীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গিয়েছে আবেদনপত্র জমা নেওয়ার কাজও চলছে বলেই জানা গিয়েছে। প্রতিটি প্রতিযোগিতায় স্থানাধিকারীদের হাতে তুলে দেওয়া হবে বিশেষ পুরস্কার। সব মিলিয়ে নতুন বছরে বাড়তি উন্মাদনা চোখে পড়ছে অশোকনগরের ক্রীড়া প্রেমীদের মধ্যে।
advertisement
advertisement
রুদ্র নারায়ণ রায়
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: রাস্তায় দৌড়চ্ছেন মহিলা-পুরুষ, বিভিন্ন বয়সের মানুষ, কারণ...
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement