North 24 Parganas News: আর মরুভূমিতে নয়! এবার আরবের খেজুর চাষ হচ্ছে বসিরহাটে
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
Last Updated:
আর মরুভূমিতে নয়! এবার আরবের খেজুর চাষ হচ্ছে বসিরহাটে
বসিরহাট: খেজুর সব বয়সের মানুষের খুবই পছন্দের একটি উপকারী ফল। বলা হয়, পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম ফল এটি। তালজাতীয় শাখাবিহীন খেজুর গাছ প্রধানত মরুভূমি এলাকায় জন্মায়। পূর্ব ও উত্তর আফ্রিকা দেশগুলোতে খেজুর চাষের প্রচলন বেশি। অনেকের মতে ইরাক অথবা মিশর খেজুর ফলের আদি স্থান। দেশের মধ্যে গুজরাট ও রাজস্থানে এখন সৌদি আরবের প্রজাতির খেজুরের চাষ হচ্ছে। তবে এখন অল্প পরিসরে হলেও বাংলার মাটিতেও চাষ হচ্ছে আরবের খেজুর।
উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের হংকং নামে একটি উদ্যানে শোভা পাচ্ছে এই খেজুর গাছের। উদ্যানের উদ্যোক্তা আমিনুর ইসলাম আরবে হজে গিয়ে এই খেজুর চাষের প্রশিক্ষণ নিয়ে পরীক্ষামূলকভাবে তাঁর ৬০ বিঘা জমির মধ্যে কয়েক বিঘা জমিতে এই খেজুর গাছের চাষ করেছেন। ইতিমধ্যে ১৫২ টি খেজুর গাছের চারা রোপন করেছেন।
advertisement
advertisement
গাছগুলি দক্ষিণবঙ্গের মাটিতে ভালই বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে কিছু কিছু খেজুরের ফুলও এসেছে। আরব দেশীয় প্রজাতির খেজুর এই বাগানে ফলবে বলে দাবি উদ্যোক্তাদের। এই খেজুর চাষের ফলে খেজুর ও গাছ বিক্রির মাধ্যমে বছরে কয়েক লক্ষ টাকা সম্ভব বলে জানান উদ্যোক্তারা।
জুলফিকার মোল্যা
Location :
Kolkata,West Bengal
First Published :
June 16, 2023 5:40 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: আর মরুভূমিতে নয়! এবার আরবের খেজুর চাষ হচ্ছে বসিরহাটে