North 24 Parganas News- চিকিৎসায় গাফিলতির অভিযোগ বি এন বসু হাসপাতালের বিরুদ্ধে
- Published by:Samarpita Banerjee
Last Updated:
মৃত্যু হয়েছে ২৩ বছরের ছেলের, চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলল পরিবার
#উত্তর ২৪ পরগনা: করোনা পরবর্তী পরিস্থিতিতে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে রাজ্য। কিন্তু, করোনা নিয়ে আতঙ্ক এখনো কাটেনি সাধারণ মানুষের মধ্যে। সামান্য জ্বর সর্দি-কাশি নিয়েও বহু মানুষ করোনা আতঙ্কে ভিড় জমাচ্ছেন সরকারি হাসপাতালগুলোতে। ফলে চাপ বাড়ছে হাসপাতালগুলির উপর। এবার চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ উঠল বি এন বোস মহকুমা হাসপাতালের বিরুদ্ধে। শারীরিক অসুস্থতায় কাহিল হয়ে ব্যারাকপুর বরোপলের বাসিন্দা বছর ২৩ এর আকাশ মুখার্জী (হার্নিয়া সমস্যা নিয়ে) ব্যারাকপুর বি এন বোস মহাকুমা হাসপাতালে ভর্তি হন। এরপর তার অপারেশন হয় কিন্তু অপারেশনের পর পরিবারের লোককে বলা হয় রোগীর শারীরিক অবস্থা অবনতি হয়েছে। রোগীকে অন্যত্র নিয়ে যেতে হবে। এরপর তারা রোগীকে কলকাতা আরজি কর মেডিকেল হাসপাতালে নিয়ে যান। এরপরই ওই রোগীর মৃত্যু হয়।
পরিবারের অভিযোগ, চিকিৎসকের গাফিলতির কারণেই রোগীর মৃত্যু ঘটেছে। অভিযুক্ত ডাক্তার অমিতাভ ভট্টাচার্যের অপসারণের দাবি জানান রোগীর আত্মীয়রা। মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে চরম উত্তেজনা। মৃতের পরিবারের অভিযোগ, জটিল কোন সমস্যা না থাকা সত্ত্বেও, হাসপাতালে চিকিৎসা ব্যবস্থার গাফিলতির কারণেই মারা যায় ওই যুবক। প্রশাসনের কাছে চিকিৎসায় গাফিলতির অভিযোগ দায়ের করা হয় বলে জানান পরিবারের সদস্যরা। মৃত যুবকের বাবা নারায়ণ মুখার্জি জানান, "রীতিমতো আমার ছেলেকে মেরে ফেলা হল ভুল চিকিৎসা করে। একরকম খুন করা হল। আমরা এর বিচার চাই। যাতে পরবর্তী সময়ে আর কাওকে তাদের সন্তানকে হারাতে না হয়।" যদিও হাসপাতালের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি।
Location :
First Published :
February 15, 2022 2:24 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News- চিকিৎসায় গাফিলতির অভিযোগ বি এন বসু হাসপাতালের বিরুদ্ধে