Dead body of student: ফের রহড়া বাজার কো-অপারেটিভ কলোনির পুকুরে ছাত্রের মৃতদেহ উদ্ধার
- Reported by:ARUN GHOSH
- hyperlocal
- Published by:Nagantara
Last Updated:
ফের রহড়া বাজার সংলগ্ন কো অপারেটিভ কলোনি পুকুরে ছাত্রের মৃতদেহ উদ্ধার। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
খড়দহ: ফের রহড়া বাজার সংলগ্ন কো অপারেটিভ কলোনি পুকুরে ছাত্রের মৃতদেহ উদ্ধার। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। মঙ্গলবার রাতেই রহড়া বাজার সংলগ্ন কো অপারেটিভ কলোনি পুকুর থেকে খড়দহের সাহা পাড়ার বাসিন্দা পুর্ণার্ঘ্য সাহা ওরফে রিক (১৬) এর মৃতদেহ উদ্ধার হয়। সে খেলা সেরে বাড়ি ফেরার পথে পুকুরে স্নান করতে গিয়ে তার মৃত্যু হয়। উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় রহড়া থানার পুলিশ।
পরদিন সকালে ফের ওই একই পুকুর থেকে আরো এক ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে রহড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম মেঘদ্বীপ কুন্ডু (২১) রহড়া রামকৃষ্ণ মিশন বি সি কলেজের বিএসসি বিভাগের ছাত্র। সে ভোরবেলা বাড়ি থেকে বেরিয়েছিল। যদিও কি উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিল, কেনই বা সেই পুকুরের কাছে গেছিল, সঙ্গে কেউ ছিল কিনা, এই সমস্ত বিষয় এখনো তদন্ত করে দেখছে রহড়া থানার পুলিশ।
advertisement
advertisement
তবে একই পুকুর থেকে পরপর দুটি মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকার মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। আগেরদিন ওই পুকুরেই ডুবে মৃত্যু হয়েছে দশম শ্রেণীর এক স্কুল ছাত্রের। এই দিনই ওই একই পুকুরে ডুবে মৃত্যু হল এক ছাত্রের। এই মাসেই গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গিয়েছে বেশ কয়েকজন স্কুল ছাত্রের বিভিন্ন ঘাটে। বর্ষায় এমনিতেই জলে ভরে থাকে পুকুর এবং গঙ্গা। তার মধ্যে অধিকাংশ ছাত্র সাঁতার কাটতে জানে না। ফলে তলিয়ে যায়। এতো ছাত্র প্রায় পর পর জলে ডুবে মৃত্যু হচ্ছে তার জন্য ব্যাবস্থা নেওয়া প্রয়োজন হয়ে পড়েছে বলে মনে করছে এলাকাবাসী।
advertisement
Arun Ghosh
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jun 28, 2023 4:47 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Dead body of student: ফের রহড়া বাজার কো-অপারেটিভ কলোনির পুকুরে ছাত্রের মৃতদেহ উদ্ধার







