North 24 Parganas News: রাস্তায় পড়ে আইফোন! হাতে পেয়েও যা করল পঞ্চম শ্রেণীর ছাত্র...

Last Updated:

রাস্তায় পাওয়া আইফোন বুদ্ধির জোরে, মালিক কে ফিরিয়ে দিল পঞ্চম শ্রেণীর ছাত্র

+
রাস্তায়

রাস্তায় পড়ে আইফোন! হাতে পেয়েও যা করল পঞ্চম শ্রেণীর ছাত্র...

উত্তর ২৪ পরগনা: বেশ কিছুদিন আগে জেলায় আই ফোন কেনার জন্য শিশুকে বেচে দেওয়ার অভিযোগ ওঠে মায়ের বিরুদ্ধে। আর এদিন তারই ঠিক উল্টো ছবি ধরা পরল বনগাঁয়। দশ বছরের ছেলে রাস্তায় পাওয়া আইফোন বুদ্ধির জোরে, ফিরিয়ে দিলেন মালিকের হাতে।
এদিন অঙ্ক ক্লাস থেকে সাইকেলে বাবার সঙ্গে ফেরার পথে, ছোট্ট তৌফিক এর চোখে পড়ে দত্তপাড়ার কাছে রাস্তায় টোটোয় থাকা এক ব্যক্তির পকেট থেকে পড়ে যায় ফোন। পড়ে যাওয়া ফোনটি তুলে শিশুটি দেখতে পায় আইফোন। এরপরই ফোনের যথার্থ মালিককে ফিরিয়ে দিতে রীতিমতো বাবাকে সঙ্গে নিয়ে সাইকেল চালিয়ে ধাওয়া করে ওই টোটোর।
advertisement
advertisement
কিছুটা যাওয়ার পর সেই টোটো রাস্তায় মিলিয়ে যেতেই দুশ্চিন্তায় পড়ে শিশুটি। এরপর ফোনের মালিকের হাতে ফোন ফিরিয়ে দিতে, বনগাঁ হাই স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র তৌফিক সাইবার ক্রাইম থানার পুলিশের দ্বারস্থ হয় বাবাকে সঙ্গে করে। গোটা ঘটনার কথা জানানো হয় পুলিশকে। অপরদিকে, ততক্ষণে ফোন পকেট থেকে পড়ে যাওয়ায়, রীতিমতো দিশেহারা হয়ে পড়েন ঠাকুরনগর এলাকার বাসিন্দা দিবাকর মন্ডল।
advertisement
এরপর ফোনের নম্বরে কল করতেই অপরপ্রান্ত থেকে থানার আধিকারিক জানান তার ফোনটি থানায় রয়েছে। ছুটে আসেন থানায়, গোটা ঘটনা জেনে রীতিমতো শিশুটিকে জড়িয়ে ধরেন হারিয়ে যাওয়া ফোনের মালিক দিবাকর। ফোন ফেরত পেয়ে খুশি মোবাইল মালিক দিবাকর মন্ডল।
advertisement
জানা যায়, এদিন তিনি ঠাকুরনগর থেকে মেয়ে বউকে মতিগঞ্জে নিতে এসেছিলেন। মেয়েকে নিয়ে টোটো করে স্টেশনের দিকে যাওয়ার পথেই পকেট থেকে পড়ে যায় ফোনটি৷ তখনই বনগাঁ চাপা বেরিয়ার বাসিন্দা ওই শিশু তৌফিক মন্ডল উদ্ধার করে আই ফোনটি। ছোট্ট ছেলের এই বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে পুলিশের দারস্থহয়ে হারিয়ে যাওয়া ফোন মালিকের হাতে ফিরিয়ে দিয়ে রীতিমতো নজির গড়ল বলেই মনে করছেন পুলিশ আধিকারিকেরেও। এই কাজের জন্য থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সুদীপ্ত রায় পুরস্কৃত করেন তৌফিককে৷ সততার নজিরের পাশাপাশি শিশুটির বুদ্ধিমত্তাকেও বাহবা দিচ্ছে স্থানীয় এলাকার মানুষজন।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: রাস্তায় পড়ে আইফোন! হাতে পেয়েও যা করল পঞ্চম শ্রেণীর ছাত্র...
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement