North 24 Parganas: শীততাপ নিয়ন্ত্রিত ১১৮০ টি পরিবেশবান্ধব বাস চলবে তিলোত্তমা জুড়ে
Last Updated:
তিলোত্তমা জুড়ে পরিবেশবান্ধব বাস চালানোর উদ্যোগ নেওয়া হল রাজ্য সরকারের তরফ থেকে। দূষণমুক্ত পরিবেশ গড়তে ইকো ফ্রেন্ডলি ভেইকেলের উপর জোড় দেওয়া হবে বলে জানালেন পরিবহন মন্ত্রী।
উত্তর ২৪ পরগনা: তিলোত্তমা জুড়ে পরিবেশবান্ধব বাস চালানোর উদ্যোগ নেওয়া হল রাজ্য সরকারের তরফ থেকে। দূষণমুক্ত পরিবেশ গড়তে ইকো ফ্রেন্ডলি ভেইকেলের উপর জোড় দেওয়া হবে বলে জানালেন পরিবহন মন্ত্রী। পাশাপাশি, মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, আগামী একবছরে ১১৮০ পরিবেশ বান্ধব বাস চালানো হবে শহরে। সোমবার পাঁচটি পরিবেশ বান্ধব গাড়ির উদ্বোধন হয় নিউটাউনে।নিউটাউনের সাপুরজি বাস টার্মিনাল থেকে বাস গুলি উল্টোডাঙ্গা পর্যন্ত যাবে। আপাতত পাঁচটি বাস রাস্তায় নামলেও খুব তাড়াতাড়ি আরও ১৫টি বাস রাস্তায় নামানো হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। ৩১ সিটের শীততাপ নিয়ন্ত্রিত এই বাসগুলির ভাড়াও রাখা হয়েছে সাধ্যের মধ্যেই। সরকারি বাসের মত ২০, ২৫ ও ৩৫ টাকা দিয়েই গন্তব্যে পৌঁছে যেতে পারবেন যাত্রীরা। সাপুরজিতে ইকো ফ্রেন্ডলি বাসের উদ্বোধন করেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য পরিবহন সংস্থার ডিরেক্টর রাজনবীর সিং কাপুর ছাড়াও, পরিবহন সচিব, রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়, এনকেডিএর সিইও অনিমেষ ভট্টাচার্য্য সহ বিশিষ্ট ব্যক্তিতেরা। তাপস চট্টোপাধ্যায় বলেন, এ রাজ্যের যা কিছু নতুন, যা কিছু আধুনিক তা নিউটাউন থেকে শুরু হচ্ছে।পরিবহন, শিল্প, পর্যটন, উৎসব, আতিথেয়তা সব ব্যাপারে রাজারহাট পথিকৃত।
সিটি সাব আর্বান বাস সার্ভিসের উদ্যোগে এই বেসরকারি শীততাপ নিয়ন্ত্রিত বাস সর্বপ্রথম নিউটাউনে চালু হল বলে দাবি সংস্থার সাধারণ সম্পাদক টিটু সাহার। এই বাসগুলি সাপুরজি থেকে কারিগরী ভবন, নারকেল বাগান, সল্টলেক করুণাময়ী, সিটি সেন্টার ওয়ান, হাডকো মোড় হয়ে উল্টোডাঙা বাস ডিপো পর্যন্ত যাবে। সেখানে সরকারি বাস ডিপোর বন্ধ থাকা ১৫ নম্বর রুটের চ্যানেলে জায়গা দেওয়া হয়েছে এই নতুন বাসগুলিকে। এদিন বাস মালিকদের হাতে পারমিটের কাগজ তুলে দেওয়া হয় পাশাপাশি ফিতে কেটে নতুন বাস পরিষেবা চালু করেন মন্ত্রী। এই অত্যাধুনিক বাস গুলি মধ্যপ্রদেশের ইন্দোর থেকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। বাসের উদ্বোধন করে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, পরিবেশ কে বাঁচাতে পরিবেশ বান্ধব গাড়ির প্রয়োজন।
advertisement
advertisement
পরিবেশ বান্ধব গাড়ি চালানোর জন্য পরিবহন দপ্তর থেকে দু হাজার বাসের বরাত দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু লিথিয়াম ব্যাটারীর অভাবে বাস প্রস্তুত কারক সংস্থা চাহিদা মত গাড়ি সরবরাহ করতে পারছে না। আপাতত ১১৮০ টি গাড়ির বরাত দেওয়া হয়েছে। যে গুলি আগামী এক বছরের মধ্যে শহর কলকাতায় দাপিয়ে বেড়াবে। সেটার সূত্রপাত হল নিউটাউন থেকে। এধরনের গাড়ির উৎসাহ দিতে রাজ্য সরকার ব্যপক কর ছাড় দিয়েছে। বেসরকারি বাস মালিকরা এই ধরনের ইকো ফ্রেন্ডলি বাস পরিষেবা দেওয়ার উদ্যোগ নিয়েছেন।
advertisement
Rudra Narayan Roy
Location :
First Published :
May 17, 2022 11:52 AM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas: শীততাপ নিয়ন্ত্রিত ১১৮০ টি পরিবেশবান্ধব বাস চলবে তিলোত্তমা জুড়ে