Zomato Owner Deepinder Goyal's Car Collection: অনলাইনে খাবার সরবরাহ করে পোর্শে, ফেরারি, ল্যাম্বরগিনির মালিক জোম্যাটো কর্ণধার দীপেন্দ্র গোয়েল
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Zomato Owner Deepinder Goyal's Car Collection: অগণিত ভোজনরসিকের রসনাতৃপ্তি করে দীপেন্দ্র আজ একাধিক বিলাসবহুল গাড়ির মালিক।
গুরগাঁও : অনলাইন খাবার যোগানের ব্যবসাকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন জোম্যাটো সংস্থার কর্ণধার দীপেন্দ্র গোয়েল। লক্ষ লক্ষ ভোজনরসিক আজ জোম্যাটো ভক্ত। অগণিত ভোজনরসিকের রসনাতৃপ্তি করে দীপেন্দ্র আজ একাধিক বিলাসবহুল গাড়ির মালিক। তাঁর বহুমূল্য ফেরারি রোমাকে মাঝে মাঝেই দেখা যায় গুরগাঁওয়ের রাজপথে। প্রসঙ্গত এই শহরেই জোম্যাটোর প্রধান কার্যালয় আছে। দীপেন্দ্রর লাল রঙের রোমা ডিজাইন করেছেন ফ্লাভিও মাঞ্জোনি।

এর পাশাপাশি জোম্যাটো কর্ণধারের গাড়িশালে আছে মহার্ঘ্য পোর্শে ৯১১ টার্বো। স্পোর্টস কারগুলির মধ্যে প্রথম সারিতে আছে এই মডেল। অত্যাধুনিক সুবিধে-সহ এই বাহন যে কোনও গাড়িপ্রেমীরই স্বপ্ন।
advertisement


advertisement
দীপেন্দ্রর গাড়ি সংগ্রহের অন্যতম আকর্ষণ ল্যাম্বরগিনি ওরুস। এই ইতালীয় গাড়িকে বলা হয় বিশ্বের দ্রুততম এসইউভি। মাত্র ৩.৬ সেকেন্ডে ০ থেকে ১০০ স্প্রিন্টে সক্ষম এই গাড়ি। স্পোর্টস কার এবং এসইউভি-র সম্মিলিত সুবিধে রয়েছে এই গাড়িতে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 05, 2023 2:00 PM IST
