জোম্যাটো উঠে যাচ্ছে! বড় সিদ্ধান্ত, লাখ লাখ মানুষ খাবার অর্ডার করেন এই অ্যাপে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Zomato- সংস্থার ব্যাপারে একটি বড় খবর জানা গিয়েছে। জোম্যাটো-র বোর্ড মিটিংয়ে অ্যাপ-এর নাম পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়েছে।
নয়াদিল্লি: Zomato উঠে যাচ্ছে! এত জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপ। তবে তাদের বোর্ড মিটিং-এ এবার যা সিদ্ধান্ত হল, তা শুনে আপনিও চমকে যেতে পারেন।
সংস্থার ব্যাপারে একটি বড় খবর জানা গিয়েছে। জোম্যাটো-র বোর্ড মিটিংয়ে অ্যাপ-এর নাম পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়েছে। Zomato-র নাম পরিবর্তন করে Eternal করা হয়েছে। ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বোর্ড মিটিং-এ এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা যাচ্ছে। সংস্থাটি বিএসই-তে একটি ফাইলিংয়ে এই তথ্য জানিয়েছে। Zomato-র CEO দীপিন্দর গোয়েল বলেছেন, তারা দীর্ঘদিন ধরে কোম্পানির জন্য ইটারনাল শব্দটি ব্যবহার করে আসছেন।
advertisement
আরও পড়ুন- সৌরভের বায়োপিকে ‘ডোনা’ কে? জুলাই থেকে শুটিং, শোনা যাচ্ছে ‘হিট’ অভিনেত্রীর নাম
গয়াল বললেন, “যখন আমরা ব্লিঙ্কিট অধিগ্রহণ করি, তখন আমরা কোম্পানি এবং ব্র্যান্ড/অ্যাপের মধ্যে পার্থক্য করার জন্য Zomato-এর পরিবর্তে কোম্পানিকে Eternal বলা শুরু করি। আমরা তখন এটাও ভেবেছিলাম যে Zomato ছাড়া অন্য কোনও পণ্য যদি আমাদের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তা হলে আমরা সর্বজনীনভাবে কোম্পানির নাম ইটারনাল করে রাখব। ব্লিকিন্টের সঙ্গে আজ আমরা সেই জায়গায় পৌঁছেছি। আমরা Zomato Limited, কোম্পানির নাম (ব্র্যান্ড এবং অ্যাপ নয়) পরিবর্তন করে Eternal করছি।”
advertisement
advertisement
আজ Zomato শেয়ার ১.২২ শতাংশ পতনের পর NSE তে ২২৯.৯০ টাকায় বন্ধ হয়েছে। তবে গত ৫ সেশনে এই স্টক বেড়েছে ৫ শতাংশ। এই বছর এখনও পর্যন্ত Zomato শেয়ার ১৬ শতাংশের বেশি কমেছে। পরের মাসে Zomato NSE-এর মূল সূচক নিফটিতে জায়গা করে নিতে পারে।
আরও পড়ুন- শাহরুখ খান কার কথায় কেকেআর দল কেনেন? নামটা শুনলে অবাক হবেন, গ্যারান্টি
২০২৪-২৫ আর্থিক বছরের তৃতীয় কোয়ার্টারে Zomato-কে হতাশাজনক ফলাফলের মুখোমুখি হতে হয়েছিল। কোম্পানির আয় অবশ্য ৬৫ শতাংশ বেড়ে ৫৪০৪ কোটি টাকা হয়েছে। কিন্তু মুনাফা ৫৭ শতাংশ কমে ৫৯ কোটি টাকা হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
February 06, 2025 6:51 PM IST