জোম্যাটো উঠে যাচ্ছে! বড় সিদ্ধান্ত, লাখ লাখ মানুষ খাবার অর্ডার করেন এই অ্যাপে

Last Updated:

Zomato- সংস্থার ব্যাপারে একটি বড় খবর জানা গিয়েছে। জোম্যাটো-র বোর্ড মিটিংয়ে অ্যাপ-এর নাম পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়েছে।

News18
News18
নয়াদিল্লি: Zomato উঠে যাচ্ছে! এত জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপ। তবে তাদের বোর্ড মিটিং-এ এবার যা সিদ্ধান্ত হল, তা শুনে আপনিও চমকে যেতে পারেন।
সংস্থার ব্যাপারে একটি বড় খবর জানা গিয়েছে। জোম্যাটো-র বোর্ড মিটিংয়ে অ্যাপ-এর নাম পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়েছে। Zomato-র নাম পরিবর্তন করে Eternal করা হয়েছে। ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বোর্ড মিটিং-এ এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা যাচ্ছে। সংস্থাটি বিএসই-তে একটি ফাইলিংয়ে এই তথ্য জানিয়েছে। Zomato-র CEO দীপিন্দর গোয়েল বলেছেন, তারা দীর্ঘদিন ধরে কোম্পানির জন্য ইটারনাল শব্দটি ব্যবহার করে আসছেন।
advertisement
আরও পড়ুন- সৌরভের বায়োপিকে ‘ডোনা’ কে? জুলাই থেকে শুটিং, শোনা যাচ্ছে ‘হিট’ অভিনেত্রীর নাম
গয়াল বললেন, “যখন আমরা ব্লিঙ্কিট অধিগ্রহণ করি, তখন আমরা কোম্পানি এবং ব্র্যান্ড/অ্যাপের মধ্যে পার্থক্য করার জন্য Zomato-এর পরিবর্তে কোম্পানিকে Eternal বলা শুরু করি। আমরা তখন এটাও ভেবেছিলাম যে Zomato ছাড়া অন্য কোনও পণ্য যদি আমাদের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তা হলে আমরা সর্বজনীনভাবে কোম্পানির নাম ইটারনাল করে রাখব। ব্লিকিন্টের সঙ্গে আজ আমরা সেই জায়গায় পৌঁছেছি। আমরা Zomato Limited, কোম্পানির নাম (ব্র্যান্ড এবং অ্যাপ নয়) পরিবর্তন করে Eternal করছি।”
advertisement
advertisement
আজ Zomato শেয়ার ১.২২ শতাংশ পতনের পর NSE তে ২২৯.৯০ টাকায় বন্ধ হয়েছে। তবে গত ৫ সেশনে এই স্টক বেড়েছে ৫ শতাংশ। এই বছর এখনও পর্যন্ত Zomato শেয়ার ১৬ শতাংশের বেশি কমেছে। পরের মাসে Zomato NSE-এর মূল সূচক নিফটিতে জায়গা করে নিতে পারে।
আরও পড়ুন- শাহরুখ খান কার কথায় কেকেআর দল কেনেন? নামটা শুনলে অবাক হবেন, গ্যারান্টি
২০২৪-২৫ আর্থিক বছরের তৃতীয় কোয়ার্টারে Zomato-কে হতাশাজনক ফলাফলের মুখোমুখি হতে হয়েছিল। কোম্পানির আয় অবশ্য ৬৫ শতাংশ বেড়ে ৫৪০৪ কোটি টাকা হয়েছে। কিন্তু মুনাফা ৫৭ শতাংশ কমে ৫৯ কোটি টাকা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
জোম্যাটো উঠে যাচ্ছে! বড় সিদ্ধান্ত, লাখ লাখ মানুষ খাবার অর্ডার করেন এই অ্যাপে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement