থেমে গেল স্পন্দন! হাসপাতালে প্রয়াত কিংবদন্তি তবলাবাদক উস্তাদ জাকির হুসেন
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Zakir Hussain Passes Away: আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছিল তাঁকে। তবে চিকিৎসার সুযোগ পাওয়া গেল না। থেমে গেল স্পন্দন! হৃদযন্ত্রের সমস্যাতেই চলে গেলেন তিনি।
সান ফ্রান্সিসকো: আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছিল তাঁকে। তবে ভাল করে চিকিৎসার সুযোগ পাওয়া গেল না। থেমে গেল স্পন্দন! হাসপাতালে ভর্তির পরেই প্রয়াত কিংবদন্তি তবলাবাদক উস্তাদ জাকির হুসেন। ১৫ ডিসেম্বর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল জনপ্রিয়, কিংবদন্তি তবলাবাদক ওস্তাদ জাকির হুসেনকে। গুরুতর স্বাস্থ্য সমস্যার কারণে সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
কী হয়েছিল জাকিরের? ঘনিষ্ঠ সূত্র মারফত জানা গিয়েছে হৃদযন্ত্রে গোলযোগ দেখা দিয়েছিল শিল্পীর।রবিবার, হুসেনকে হার্ট সংক্রান্ত সমস্যা নিয়ে সান ফ্রান্সিসকো হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল, তাঁর বন্ধু এবং বাঁশিবাদক রাকেশ চৌরাসিয়া পিটিআইকে জানিয়েছেন। তাঁদের কথায়, “গত দুই সপ্তাহ ধরে হার্ট সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন। সেই জন্য জাকিরকে সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
advertisement
advertisement
উস্তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ সঙ্গীতজগতের তারকাদের। শোকবার্তা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি, সেই সঙ্গে সারা বিশ্বের।”
Deeply shocked and saddened by the untimely death of Ustad Zakir Hussain, the renowned maestro and one of the greatest tabla players of all times. This is a huge loss for the country and his millions of admirers across the planet.
I convey my sincere condolences to the family,…
— Mamata Banerjee (@MamataOfficial) December 15, 2024
advertisement
চিকিৎসাধীন ছিলেন ICU-তে। বৈগ্রহিক তবলাবাদক ওস্তাদ আল্লাহ রাখার পুত্র তিনি। ৭৩ বছর বয়সি জাকির হুসেন এখন চিকিৎসাধীন মার্কিন যুক্তরাষ্ট্রে। রবিবার, ১৫ ডিসেম্বর, সাংবাদিক পারভেজ আলম টুইটারে খবরটি শেয়ার করেছেন। তিনি জানান, জাকিরের শ্যালক আইয়ুব আউলিয়া একটি ফোন করে খবরটা দেন। আলম টুইট করেছেন, “ওস্তাদ জাকির হুসেন ভাল নেই। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে গুরুতর অসুস্থতার জন্য ভর্তি রয়েছেন। চিকিৎসাধীন। আউলিয়া সাহেব জাকিরের অনুসারীদের তাঁর দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করার জন্য অনুরোধ করেছেন।”
advertisement
Official confirmation from family, hospital or the consulate in San Fransisco (where there are reports he is undergoing health checkups) is still awaited. https://t.co/ZbW7c3yEDP
— ANI (@ANI) December 15, 2024
এর পরেও শেষ রক্ষা হল না। স্তব্ধ হয়ে গেল তবলার বোল। ভক্তদের কান্নায় ভাসিয়ে চলে গেলেন তবলার জাদুকর। জাকির শৈশব থেকেই প্রতিভাবান। সাত বছর বয়সে তবলা বাজিয়ে পারফর্ম করা শুরু করেছিলেন। কয়েক দশক ধরে, তাঁর গুণাবলী এবং উদ্ভাবন দেশের তবলাবাদনকে অভূতপূর্ব বিশ্ব-স্বীকৃতির দিকে উন্নীত করেছে। চলতি বছর 66তম গ্র্যামি পুরস্কারে পাঁচটি গ্র্যামি জিতেছিলেন।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Mumbai,Maharashtra
First Published :
December 15, 2024 10:08 PM IST