Yuvraj Singh: সানি দেওল আউট, যুবরাজ সিং ইন? গুরদাসপুর লোকসভায় BJP-র প্রার্থী যুবরাজ! তুঙ্গে জল্পনা
- Published by:Raima Chakraborty
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Yuvraj Singh: তাহলে কি এবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে চলেছেন ২০১১ ক্রিকেট বিশ্বকাপের অন্যতম এই নায়ক?
নয়াদিল্লি: সম্প্রতি নয়াদিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ির সঙ্গে দেখা করেছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং। সঙ্গে ছিলেন মা শবনম সিংও। হাস্যালাপের মধ্যে দিয়ে কেটেছিল সময়, যুবরাজকে একটা বইও উপহার দেন গড়করি।
আর, সেখান থেকেই শুরু হয়ে যায় তীব্র জল্পনা। তাহলে কি এবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে চলেছেন ২০১১ ক্রিকেট বিশ্বকাপের অন্যতম এই নায়ক?
আরও পড়ুন: আপনার কোলেস্টেরল ধরা পড়েছে? কোন খাবারগুলি এড়িয়ে চললে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে জানুন
যুবরাজ সিংয়ের রাজনীতিতে যোগদানের ঘটনা নিয়ে প্রশ্ন কিন্তু এখানেই থেমে যায়নি, বরং তা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এই বিষয়ে ভারতীয় জনতা পার্টি বা ক্রিকেটারের পরিবার, যাকেই প্রশ্ন করা হোক না কেন, তাঁরা সরাসরি বিষয়টা অস্বীকার করছেন না। ফলে, জল্পনা বেড়েই চলেছে।
advertisement
advertisement
এই জল্পনার অবশ্য একটা দৃঢ় রাজনৈতিক ভিত্তিও রয়েছে। জানা গিয়েছে যে ভারতীয় জনতা পার্টির দুই নেতার মাধ্যমে দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে যুবরাজের। এঁদের মধ্যে একজন দলের পঞ্জাব প্রেসিডেন্ট সুনীল ঝাকর, অন্যজন নরেন্দ্র মোদি সরকারের এক তরুণ ক্যাবিনেট মিনিস্টার।
আরও পড়ুন: খেলছেন শোয়েব মালিক, খেলা দেখছেন স্ত্রী সানা! গোটা গ্যালারিতে চিৎকার ‘সানিয়া… সানিয়া…’, দেখুন
শোনা যাচ্ছে যে আসন্ন নির্বাচনে যুবরাজ সিং পঞ্জাবের গুরুদাসপুর থেকে লড়বেন। এই আসনে ইতিপূর্বে জয়লাভ করেছিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সানি দেওল। কিন্তু সানি দেওল সাংসদ হিসাবে আর কাজ করতে ইচ্ছুক নন বলেই খবর।
advertisement
অন্য দিকে, ভারতীয় জনতা পার্টিও গুরুদাসপুরে সানি দেওলকে নির্বাচনী মুখ হিসাবে আর রাখতে খুব একটা আগ্রহী নয়। কেন না, জয়লাভ করার পরে সানি দেওল আর গুরুদাসপুরে পা রাখেননি বললেই চলে। ফলে, প্রবীণ এই অভিনেতার বদলে ভারতীয় জনতা পার্টি তুলনামূলক ভাবে অল্পবয়স্ক এমন কাউকেই বেছে নিতে চাইছে, যিনি কাছাকাছি থাকেন। যুবরাজ থাকেন চণ্ডীগড়ে, তাঁর ক্ষেত্রে এই শর্তও পূরণ হচ্ছে।
advertisement
অনীশ গৌতম, যিনি দীর্ঘ দিন ধরে যুবরাজ সিংয়ের ম্যানেজার হিসাবে কাজ করছেন, রাজনীতিতে যোগদানের খবর সত্যি কি না জানতে চেয়ে নিউজ ১৮ তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল। তিনি কোনও উত্তর দেননি। আবার, ক্রিকেটারের পরিবারের সদস্যদের এই বিষয়ে প্রশ্ন করা হলে তাঁরা বিষয়টি সরাসরি অস্বীকার করেননি, কেবল বলেছেন যে সব স্থির হয়ে গেলে আপনা থেকেই সব কিছু জানা যাবে।
advertisement
ফলে, এখন কেবল অপেক্ষা, জল্পনা বলছে যে কোনও মুহূর্তে চূড়ান্ত খবর সামনে আসতে পারে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 23, 2024 10:20 AM IST