ISI Spy Youtuber: জ্যোতির মলহোত্রার ‘টাচ’-এ ছিল, ISI-এর সঙ্গেও রেগুলার যোগাযোগ! পাকিস্তানের চর, কে এই পঞ্জাবের ইউটিউবার? এবার গ্রেফতার

Last Updated:

জসবীর ২০২০, ২০২১ এবং ২০২৪ সালে তিনবার পাকিস্তানে গিয়েছেন এবং তার ইলেকট্রনিক ডিভাইসে বেশ কয়েকটি পাকিস্তানি নম্বর পাওয়া গিয়েছে। এগুলোর ফরেনসিক তদন্ত চলছে।

News18
News18
পঞ্জাব: আবারও ভারতের ধরা পড়ল পাক গুপ্তচর নেটওয়ার্কের এক বোড়ে৷ পঞ্জাব পুলিশের স্পেশাল অপারেশন সেল সেরাজ্যের রূপনগরের মহালান গ্রামে অভিযান চালিয়ে গ্রেফতার করল জসবীর সিং নামের এক ব্যক্তিকে৷ এই জসবীর ‘জান মহল’ নামে একটি ইউটিউব চ্যানেল চালান৷ অভিযোগ, এই জসবীর পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সঙ্গে টানা যোগাযোগ রাখতেন এবং ISI-এর সহযোগিতায় ভারতে গুপ্তচরবৃত্তি চালাতেন। জানা গিয়েছে, পাকিস্তানি গোয়েন্দা আধিকারিক শাকির ওরফে জাট রন্ধাওয়া, হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রা এবং পাকিস্তানি হাই কমিশন থেকে বহিষ্কৃত কর্মকর্তা এহসান-উর-রহিম ওরফে দানিশের সাথে যোগাযোগ ছিল এই জসবীরের। বিশেষ করে পাক গুপ্তচর সন্দেহে ধৃত ইউটিউবার জ্যোতি মলহোত্রার বিশেষ বন্ধু ছিল এই জসবীর৷
পঞ্জাব পুলিশ গোয়েন্দা সূত্রে জানতে পেরেছিল যে, এই জসবীর সিং একটি সন্ত্রাসবাদ-সমর্থিত গুপ্তচরবৃত্তি নেটওয়ার্কের অংশ। সে শাকির ওরফে জাট রন্ধাওয়ার সাথে নিয়মিত যোগাযোগ রাখত। রন্ধাওয়া আইএসআই-এর একজন গুরুত্বপূর্ণ কর্মী।
এছাড়াও, ২০২৪ সালে দানিশের আমন্ত্রণেই দিল্লিতে পাকিস্তান হাইকমিশনে আয়োজিত পাকিস্তান জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিল জসবীর। সেই অনুষ্ঠানে সে পাক সেনা কর্তা এবং গোয়েন্দা কার্যকলাপের সাথে জড়িত কিছু ভ্লগারের সাথে দেখাও করেছিলেন বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
জসবীর ২০২০, ২০২১ এবং ২০২৪ সালে তিনবার পাকিস্তানে গিয়েছে এবং তার ফোনে বেশ কয়েকটি পাকিস্তানি নম্বর পাওয়া গিয়েছে। সে সবেরই ফরেন্সিক তদন্ত চলছে।
এছাড়া, হরিয়ানার ইউটিউবার জ্যোতি মলহোত্রার সাথেও ঘনিষ্ঠ যোগাযোগ ছিল জয়বীরের। অন্যদিকে, জ্যোতি দানিশেরও ঘনিষ্ঠ ছিল৷ জ্যোতি গ্রেফতার হওয়ার পরে, জসবীর তাঁর ফোন থেকে পাকিস্তানিদের সঙ্গে কথোপকথন মুছে ফেলার চেষ্টা করেছিলেন। কিন্তু পুলিশ সময় মতো পাকড়াও করে জসবীরকে।
advertisement
অন্যদিকে, জ্যোতির ডিভাইস থেকে ১২ টেরাবাইট ডেটা উদ্ধার করা হয়েছে৷ যার মধ্যে আইএসআইয়ের সাথে তার চ্যাট এবং আর্থিক লেনদেনের প্রমাণ রয়েছে।
পহেলগাঁও হামলা এবং অপারেশন সিঁদুরের পর থেকে পাক গুপ্তচরবৃত্তির নেটওয়ার্কের উপর কড়া নজর রাখছে ভারত। জসবীরের ঘটনা আবারও প্রমাণ করল যে পাকিস্তানি গোয়েন্দা সংস্থাগুলি সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে ভারতে গুপ্তচরবৃত্তির নেটওয়ার্ক তৈরি করছে। পঞ্জাব পুলিশ জানিয়েছে, জসবীরের ফোনের পুঙ্খানুপুঙ্খ তদন্তের ফলে আরও তথ্য বেরিয়ে আসতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ISI Spy Youtuber: জ্যোতির মলহোত্রার ‘টাচ’-এ ছিল, ISI-এর সঙ্গেও রেগুলার যোগাযোগ! পাকিস্তানের চর, কে এই পঞ্জাবের ইউটিউবার? এবার গ্রেফতার
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement